টপ নিউজ
রাজউকে পাসের হার ৯৯.৯৪ শতাংশ, কমেছে জিপিএ-৫
নিজস্ব প্রতিবেদক
১৬ অক্টোবর ২০২৫, ১১:২৫ এ.এম.


ছবি: সংগৃহীত
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় রাজউক উত্তরা মডেল কলেজে পাসের হার ৯৯.৯৪ শতাংশ। গত বছরও একই হারে পাস করেছিল প্রতিষ্ঠানটি।
তবে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। ২০২৫ সালে মোট ১ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২১৮ জন।
আগের বছর ১ হাজার ৬৭৪ জন অংশ নিয়ে ১ হাজার ৪৭৯ জন জিপিএ-৫ পেয়েছিল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পাসের হার বজায় থাকলেও ফলাফলে কিছুটা ভাটা পড়েছে জিপিএ-৫ এ। তা সত্ত্বেও সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে রাজউক উত্তরা মডেল কলেজ।
শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, এটি দেশের সেরা ফলাফলের অন্যতম উদাহরণ।
ভিওডি বাংলা/জা