• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার ৫১.৮৬ শতাংশে নেমে এলো

নিজস্ব প্রতিবেদক    ১৬ অক্টোবর ২০২৫, ১১:৩৭ এ.এম.
ছবি: সংগৃহীত

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার ৫১.৮৬ শতাংশে নেমেছে। গত বছর পাসের হার ছিল ৮৫.৩৯ শতাংশ। অর্থাৎ এবার গড় পাসের হার প্রায় ৩৩.৫৩ শতাংশ কমেছে। এর আগের বছর এই হার ছিল ৭১.৬২ শতাংশ।

এর আগের বছর পাশের হার ছিল ৭১ দশমিক ৬২ শতাংশ। এবারও জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছেলেদের টপকিয়ে এগিয়ে রয়েছে মেয়েরা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী।

তিনি বলেন, এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬০২ জন। এরমধ্যে ছেলে ৬৮১ ও মেয়ে ৯২১ জন।

এ বছর মোট পরীক্ষার্থী ছিল ৬৯ হাজার ১৭২ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ৩৫ হাজার ৮৭১ জন। পাসকৃতদের মধ্যে ২৭ হাজার ৭৬৪ জন ছেলে ও ৪১ হাজার ৪০৮ জন মেয়ে।

জেলাভিত্তিক ফলাফলে সিলেট জেলা শীর্ষে রয়েছে। সিলেটে পাস করেছে ১৮,৩৩০ জন, মৌলভীবাজারে ৬,৩০৮ জন, হবিগঞ্জে ৫,৪৬৮ জন এবং সুনামগঞ্জে ৫,৭৬৫ জন শিক্ষার্থী।

সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বরগুনায় ১৪৮৫ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক
বরগুনায় ১৪৮৫ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক
টাঙ্গাইলে সাংবাদিককে মিথ্যা মামলায় গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
টাঙ্গাইলে সাংবাদিককে মিথ্যা মামলায় গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
সিরাজগঞ্জ-১ জামায়াত প্রার্থীর গাড়ি বহরে হামলা, আহত ১০
সিরাজগঞ্জ-১ জামায়াত প্রার্থীর গাড়ি বহরে হামলা, আহত ১০