• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
রাজবাড়ীর ৪ কলেজে শতভাগ ফেল: হতাশ শিক্ষার্থী-অভিভাবকরা কালের স্বাক্ষী হয়ে দাড়িয়ে আছে ইরানীদের হাতে নির্মিত ভাগনা মসজিদ ডিসি অফিস ঘেরাও করা হবে : মির্জা ফখরুল কানাডিয়ান হাইকমিশনারের সঙ্গে জামায়াত আমিরের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের তরুণ গবেষকদের জন্য গর্বের মুহূর্ত সৃষ্টি করেছেন মাহমুদ রাহাত ও তানহা হাসান রাজউকে পাসের হার ৯৯.৯৪ শতাংশ, কমেছে জিপিএ-৫ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ মধ্যরাতে হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বহুল প্রতিক্ষিত রাকসু নির্বাচন রাজশাহী কষ্ট করলেও ‘কেষ্ট’ মিলছেনা বাগমারার মৃৎশিল্পীদের ভাগ্যে

বাংলাদেশের তরুণ গবেষকদের জন্য গর্বের মুহূর্ত সৃষ্টি করেছেন মাহমুদ রাহাত ও তানহা হাসান

নিজস্ব প্রতিবেদক    ১৬ অক্টোবর ২০২৫, ১২:০৫ পি.এম.

ইউরোপীয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের ৩৩তম ব্যাচের শিক্ষার্থী মাহমুদ রাহাত ও তানহা হাসান। তাদের যৌথ গবেষণা “ঝুঁকিপূর্ণ দেশগুলির জন্য প্রযোজ্য আইনি সংহতিমূলক জলবায়ু অর্থায়নের সমালোচনামূলক বিশ্লেষণ” (Critical Analysis of Applicable Legal Mobilizing Climate Finance for Vulnerable Nations) যুক্তরাষ্ট্রের অন্যতম খ্যাতনামা জার্নাল Social Science Research Network (SSRN)-এ প্রকাশিত হয়েছে।

গবেষণাটি বুধবার (১৫ই অক্টোবর ২০২৫) প্রকাশ পায়।

গবেষক মাহমুদ রাহাত জানান, “আমাদের লক্ষ্য ছিল বৈশ্বিক জলবায়ু অর্থায়নের আইনি কাঠামোর মধ্যে উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর অবস্থান বিশ্লেষণ করা। এই গবেষণাটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে স্থান পাওয়ায় আমরা অত্যন্ত অনুপ্রাণিত।”

তিনি আরও বলেন, “আমি ইতোমধ্যে আইনি সমস্যা ও সমাধান বিষয়ক প্রায় ৮টি গবেষণা সম্পন্ন করেছি, যার মধ্যে ৪টি আন্তর্জাতিক জার্নালে প্রকাশের জন্য নির্বাচিত হয়েছে। আমি ভবিষ্যতেও আইন ও নীতি নির্ধারণভিত্তিক গবেষণাকে এগিয়ে নিতে চাই।”

সহগবেষক তানহা হাসান বলেন, “আমাদের গবেষণা আমেরিকান জার্নালে প্রকাশ পাওয়া সত্যিই একটি বড় অর্জন। এটি শুধু আমাদের নয়, পুরো বাংলাদেশের তরুণ প্রজন্মের গবেষণার প্রতি আগ্রহ বাড়াবে। মহান আল্লাহ তায়ালার প্রতি আমরা কৃতজ্ঞ, যিনি আমাদের এই সুযোগ দিয়েছেন।”

বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন ও অর্থনৈতিক বৈষম্যের প্রেক্ষাপটে এই গবেষণাটি একটি গুরুত্বপূর্ণ অবদান হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন, এই অর্জন বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা সক্ষমতার আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছে এবং ভবিষ্যতে আরও তরুণ গবেষকদের অনুপ্রাণিত করবে।

ভিওডি বাংলা/এম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিপিএ-৫ এ ভিকারুননিসায় ধস, পাসের হার কত?
জিপিএ-৫ এ ভিকারুননিসায় ধস, পাসের হার কত?
পাসের হারে এগিয়ে ঢাকা, পিছিয়ে কুমিল্লা বোর্ড
পাসের হারে এগিয়ে ঢাকা, পিছিয়ে কুমিল্লা বোর্ড
রাজউকে পাসের হার ৯৯.৯৪ শতাংশ, কমেছে জিপিএ-৫
রাজউকে পাসের হার ৯৯.৯৪ শতাংশ, কমেছে জিপিএ-৫