• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চট্টগ্রামের ডিসি সাইফুল, ফেনীর দ্বিতীয় নারী ডিসি মনিরা হক

ফেনি প্রতিনিধি    ১৬ অক্টোবর ২০২৫, ০১:২৬ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ফেনীর বর্তমান ডিসি সাইফুল ইসলাম। অন্যদিকে ফেনী জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মনিরা হক। তিনি এ জেলার ইতিহাসে দ্বিতীয় নারী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।

বুধবার (১৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মনিরা হক বর্তমানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে উপসচিব (উন্নয়ন-৩) পদে কর্মরত আছেন। তিনি ২৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা।

১৯৮৪ সালে ফেনী জেলা প্রতিষ্ঠার পর প্রথম নারী জেলা প্রশাসক ছিলেন একই ক্যাডারের কর্মকর্তা শাহীনা আক্তার, যিনি ২০২৩ সালে দায়িত্ব নেন।

ফেনীতে দায়িত্বপালনকালে শাহীনা আক্তার বিভিন্ন ঘটনায় আলোচিত-সমালোচিত হন। বিশেষ করে ২০২৪ সালের ৪ জুলাই ছাত্র-জনতা খুনের ঘটনায় নির্লিপ্ততা, এবং একই বছরের ভয়াবহ বন্যায় ত্রাণ কার্যক্রমে সমন্বয়হীনতার কারণে তাকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়। পরবর্তীতে মানববন্ধন ও বিক্ষোভের মধ্যেই ওই বছরের নভেম্বরে তাকে নিউরো-ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের পরিচালক হিসেবে বদলি করা হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেন্দুয়ার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
কেন্দুয়ার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
নলছিটিতে দপ্তরির ইঁদুর মারা ফাঁদে স্বেচ্ছাসেবক দল কর্মীর মৃত্যু
নলছিটিতে দপ্তরির ইঁদুর মারা ফাঁদে স্বেচ্ছাসেবক দল কর্মীর মৃত্যু
পাশাপাশি তিন ভাইয়ের কবর, কুমারখালীর মোহাম্মদ চলছে শোকের মাতম
পাশাপাশি তিন ভাইয়ের কবর, কুমারখালীর মোহাম্মদ চলছে শোকের মাতম