• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিএনপিতে যোগ দিলেন জামায়াতের বহিষ্কৃত ৩০ নেতা-কর্মী

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি    ১৬ অক্টোবর ২০২৫, ০১:৩৪ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতে ইসলামীর ৩০ জন নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার বাঙালা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মিসভায় মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে তারা যোগ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সংস্কার কমিশনের সদস্য সচিব ও সাবেক ডিআইজি খাঁন সাঈদ হাসান জ্যোতি। তিনি নতুন যোগদানকারীদের বরণ করে নেন এবং বিএনপির পতাকা তুলে দেন। 

খাঁন সাঈদ হাসান জ্যোতি জানান,  বাঙালা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মিসভায় জামায়াতের ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেনসহ ৩০ জন আমার হাত ধরে বিএনপিতে যোগদান করেছেন।

অন্যদিকে, বাঙালা ইউনিয়ন জামায়াতের আমির আমিনুল ইসলাম বলেন, "আনোয়ার হোসেনকে প্রায় ছয় মাস আগে অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে তার সঙ্গে আরও ৩০ জন কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন কিনা সে বিষয়ে আমার জানা নেই।"

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমারখালীতে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
কুমারখালীতে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ভাঙ্গায় বাসচাপায় মোটরসাইকেলের ৩ আরোহীর মৃত্যু
ভাঙ্গায় বাসচাপায় মোটরসাইকেলের ৩ আরোহীর মৃত্যু
সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে তেঁতুলিয়া
সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে তেঁতুলিয়া