• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অহেতুক গণভোট নিয়ে বিতর্ক ও জটিলতা তৈরি করা হচ্ছে: রিজভী

জ্যেষ্ঠ প্রতিবেদক    ১৬ অক্টোবর ২০২৫, ০২:৫৯ পি.এম.
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি-সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর না করলে দেশের আকাশ কালোমেঘে ছেয়ে যাবে। অহেতুক গণভোট নিয়ে বিতর্ক ও জটিলতা তৈরি করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর কামরাঙ্গীচরে সন্তানের চিকিৎসার জন্য কিডনি বিক্রি করে দেয়া ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান শেষে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, গণতন্ত্রের দিকে হেঁটে যাওয়ার পথে কেউ অন্তরায় হলে ফ্যাসিস্টরা সুযোগ পাবে। আর গণতন্ত্র বিনাশীদের প্রত্যাবর্তনের সুযোগ করে দিলে জনগণ তাদের ক্ষমা করবে না বলেও হুঁশিয়ারিও দেন তিনি।

তিনি বলেন, একজন বাবা সন্তানের চিকিৎসার জন্য কিডনী বিক্রি করেছেন এমন খবর পেয়ে পরিবারটির পাশে দাঁড়াতে এসেছি। তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার চেষ্টা করবো। এই দেশে যাতে কেউ বিনা চিকিৎসায় মারা না যায়।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি ক্ষমতায় গেলে এনইআইআর নীতিমালা রিভিউ করা হবে: খসরু
বিএনপি ক্ষমতায় গেলে এনইআইআর নীতিমালা রিভিউ করা হবে: খসরু
দুর্নীতি রোধ একমাত্র বিএনপিই করতে পারে
তারেক রহমান দুর্নীতি রোধ একমাত্র বিএনপিই করতে পারে
ডিইউজে গণমাধ্যম স্বাধীনতায় আরও সক্রিয় হবে: জামায়াত আমির
ডিইউজে গণমাধ্যম স্বাধীনতায় আরও সক্রিয় হবে: জামায়াত আমির