• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
রাজবাড়ীর ৪ কলেজে শতভাগ ফেল: হতাশ শিক্ষার্থী-অভিভাবকরা কালের স্বাক্ষী হয়ে দাড়িয়ে আছে ইরানীদের হাতে নির্মিত ভাগনা মসজিদ ডিসি অফিস ঘেরাও করা হবে : মির্জা ফখরুল কানাডিয়ান হাইকমিশনারের সঙ্গে জামায়াত আমিরের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের তরুণ গবেষকদের জন্য গর্বের মুহূর্ত সৃষ্টি করেছেন মাহমুদ রাহাত ও তানহা হাসান রাজউকে পাসের হার ৯৯.৯৪ শতাংশ, কমেছে জিপিএ-৫ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ মধ্যরাতে হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বহুল প্রতিক্ষিত রাকসু নির্বাচন রাজশাহী কষ্ট করলেও ‘কেষ্ট’ মিলছেনা বাগমারার মৃৎশিল্পীদের ভাগ্যে

হাসিনা-কামালের মৃত্যুদণ্ড চাইল প্রসিকিউশন

আদালত প্রতিবেদক    ১৬ অক্টোবর ২০২৫, ০৩:১৯ পি.এম.
ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থান দমানোর চেষ্টায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার সরকারের স্বররাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড চেয়েছে প্রসিকিউশন। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ দাবি জানান প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম।

এ মামলার অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন ইতোমধ্যে নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।

আগামী সোমবার যুক্তিতর্ক উপস্থাপন করবে আসামিপক্ষ। এর মধ্য দিয়ে মামলাটি চূড়ান্ত রায়ের পর্যায়ে উপনীত হবে। শুনানির শেষ পর্যায়ে প্রসিকিউশন বলেন, ‘শেখ হাসিনা এই গণহত্যার মাস্টারমাইন্ড তা সন্দেহাতীতভাবে প্রমাণ করা গেছে। এত রক্ত হাতে যার তার কোনো অনুশোচনা নেই, এখনো বিদেশের মাটিতে বসে মানুষ হত্যার পরিকল্পনা করছেন। এই মামলায় প্রতিটি হত্যার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হতে পারে শেখ হাসিনার। সে হিসেবে শেখ হাসিনাকে ১৪শ বার মৃত্যুদণ্ড দেওয়া উচিত।’

একইভাবে অপর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও মৃত্যুদণ্ড চেয়েছেন ট্রাইবুনাল। তবে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন অপরাধী হলেও তিনি আইন অনুযায়ী সাহায্য করেছেন। তার বিষয়ে ট্রাইবুনাল যেকোনো ব্যবস্থা নিতে পারেন বলে মতামত দিয়েছেন প্রসিকিশন।

ফ্যাসিস্টের মাস্টারমাইন্ড ও তার দোসররা অবৈধভাবে যে বিপুল সম্পদ অর্জন করেছে; সেই সম্পদ বাজেয়াপ্ত করে জুলাইয়ের আন্দোলনে ক্ষতিগ্রস্ত, নিহতের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান প্রসিকিউশন।

সেনাবাহিনী ছাড়া সমস্ত রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে গণহত্যা চালায় শেখ হাসিনা, আগামীতে কেউ যাতে এমন দুঃসাহস না দেখাতে পারে এবং বিচারপ্রার্থীদের ন্যায্য বিচার প্রতিষ্ঠা হয়; সেই দাবি জানান চিফ প্রসিকিউটর।

এ মামলার পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হচ্ছেন মো. আমির হোসেন। তিনি যুক্তিতর্ক উপস্থাপন করার জন্য প্রস্তুতি নিতে এক সপ্তাহ সময় আবেদন করেন। ট্রাইব্যুনাল আগামী সোমবার থেকে যুক্তিতর্ক উপস্থাপনের নির্দেশ দেন।

বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এ এ মামলার বিচার চলছে। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

গত ১০ জুলাই শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আন্দোলন দমনে ১৪০০ জনকে হত্যার উসকানি, প্ররোচনা ও নির্দেশ দান, ‘সুপিরিয়র কমান্ড রেসপনসেবলিটি’ এবং ‘জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের’ মোট পাঁচ অভিযোগে বিচার শুরুর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

মামলার ৫৪তম ও শেষ সাক্ষী ছিলেন তদন্তকারী কর্মকর্তা মো. আলমগীর। গত ৬ অক্টোবর তার জেরা শেষ করেন আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন।

জামায়াতে ইসলামী, এনসিপিসহ কয়েকটি দল নির্বাচনের আগেই শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার শেষ করার দাবি জানিয়ে আসছে।

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সম্প্রতি এক ফেইসবুক পোস্টে বলেছেন, অন্তর্বর্তী সরকারের শাসনামলেই এ বিচার শেষ হবে বলে তিনি আশা করছেন।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেলায় পৃথক বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত গঠনের নির্দেশনা
জেলায় পৃথক বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত গঠনের নির্দেশনা
নববধূ ধর্ষণ মামলায় বঙ্গবন্ধুর হস্তক্ষেপে রক্ষা পান মোজাম্মেল হক
নববধূ ধর্ষণ মামলায় বঙ্গবন্ধুর হস্তক্ষেপে রক্ষা পান মোজাম্মেল হক
সালমান শাহর মৃত্যুর মামলায় রিভিশন শুনানি শেষ
সালমান শাহর মৃত্যুর মামলায় রিভিশন শুনানি শেষ