টপ নিউজ
লিবিয়া থেকে আরও ৩ শতাধিক বাংলাদেশি দেশে ফিরছে
নিজস্ব প্রতিবেদক
১৬ অক্টোবর ২০২৫, ০৩:৩৩ পি.এম.


ছবি: সংগৃহীত
লিবিয়া থেকে আরও তিন শতাধিক বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনতে একটি বিশেষ ফ্লাইট পাঠানোর পরিকল্পনা করছে বাংলাদেশ সরকার। আগামী ২৩ অক্টোবর ত্রিপলী থেকে ঢাকায় পাড়ি জমানোর কথা রয়েছে ফ্লাইটটির।
বুধবার (১৫ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ত্রিপলীতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
ত্রিপলীতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, লিবিয়া সরকারের সহযোগিতায় এই ফ্লাইটের মাধ্যমে নিবন্ধিত বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। দূতাবাস আরও জানিয়েছে, আটকে পড়া নাগরিকদের প্রত্যাবাসন কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও পর্যায়ক্রমে আরও ফ্লাইটের ব্যবস্থা করা হবে।
ভিওডি বাংলা/জা