মিরপুরে কেমিক্যাল গোডাউনে আগুন:
আহত ৩ শ্রমিককে ৫০ হাজার টাকা চিকিৎসা সহায়তা


রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন লাগে। আগুনের প্রভাবে পাশের একটি পোশাক কারখানাও ক্ষতিগ্রস্ত হয়। এ দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
চিকিৎসাধীন দগ্ধ তিনজন শ্রমিককে চিকিৎসা সহায়তা হিসেবে প্রত্যেকে ৫০ হাজার টাকার চেক প্রদান করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে দগ্ধ শ্রমিকদের খোঁজখবর নিতে গিয়ে সচিব এ চেক হস্তান্তর করেন।
চেক হস্তান্তরের সময় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির পরিচালক উপস্থিত ছিলেন।
শ্রম সচিব আহত শ্রমিকদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন এবং যথাযথ ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দেন।ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি পোশাক কারাখানায়ও। এ ঘটনায় ১৬ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
ভিওডি বাংলা/জা