ওয়ানডে দলে ফিরলেন সৌম্য, ডাক পেলেন অংকন


বাংলাদেশ ওয়ানডে দলে ফিরেছেন টপ অর্ডার ব্যাটার সৌম্য সরকার, প্রথমবার ডাক পেয়েছেন মিডল অর্ডার ব্যাটার ও উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অংকন।
শনিবার থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। পরের দুই ম্যাচ ২১ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরা এই সিরিজের জন্য দল ঘোষণা করেছেন।
সৌম্য আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছিলেন, কিন্তু ভিসা জটিলতায় খেলতে পারেননি। ওয়ানডে দলে তার জায়গা নাঈম শেখ দখল করেছিলেন। অংকন আগে টেস্ট দলে অভিষেক করেছেন এবং ঘরোয়া ক্রিকেটের তিন ফরম্যাটে ভালো পারফর্ম করেছেন। এশিয়া কাপ ও আফগানিস্তান সিরিজের পরে জাকের আলীকে দলেই রাখা হয়েছে। ইয়াসির রাব্বি ফিরলেও ওয়ানডে দলে ডাক পাননি।
ইনজুরির কারণে লিটন দাস ও পারভেজ ইমন ওয়ানডে দলে নেই। বোলিং আক্রমণে বড় পরিবর্তন হয়নি; স্পিনার হিসেবে রয়েছেন তানভীর ইসলাম ও রিশাদ হোসেন, পেস বোলিংয়ে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও তানজিম সাকিব থাকছেন।
বাংলাদেশের ওয়ানডে দল: মেহেদী মিরাজ (অধিনায়ক), তানজিদ তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল অংকন, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, হাসান মাহমুদ।
ভিওডি বাংলা/জা