যুক্তরাষ্ট্রে সরকারি কর্মী ছাঁটাই স্থগিত করলেন বিচারক


যুক্তরাষ্ট্রে আংশিক সরকারি শাটডাউনের সময় হাজার হাজার সরকারি কর্মীর ছাঁটাই সাময়িকভাবে স্থগিত করেছেন একজন ফেডারেল বিচারক।
সংবাদমাধ্যমটি বলছে, বুধবার (১৪ অক্টোবর) সান ফ্রান্সিসকোতে শুনানির সময় যুক্তরাষ্ট্রের জেলা বিচারক সুসান ইলস্টন ৩০টিরও বেশি সরকারি সংস্থায় ছাঁটাই কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেন। দুইটি শ্রমিক ইউনিয়ন এই আদেশের জন্য আদালতের কাছে আবেদন করেছিল।
এর আগে হোয়াইট হাউসের বাজেট পরিচালক রাসেল ভাউগট এক রেডিও অনুষ্ঠানে জানান, চলমান শাটডাউনের কারণে ১০ হাজারেরও বেশি সরকারি কর্মচারী চাকরি হারাতে পারেন। আর এর কিছুক্ষণ পরই বিচারকের পক্ষ থেকে এই নির্দেশ আসে। বুধবার ছিল শাটডাউনের ১৫তম দিন।
শুনানিতে বিচারক ইলস্টন বলেন, ট্রাম্প ও বাজেট পরিচালক ভাউগট প্রকাশ্যে যেসব বক্তব্য দিয়েছেন তাতে কর্মচারীদের ছাঁটাইয়ের রাজনৈতিক উদ্দেশ্য স্পষ্ট। উদাহরণ হিসেবে তিনি “এই ছাঁটাই মূলত ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত সংস্থাগুলোকে লক্ষ্য করে পরিচালিত হবে” বলে ট্রাম্পের বক্তব্যও উল্লেখ করেন।
মার্কিন ফেডারেল এই বিচারক বলেন, “একটি আইনের শাসনভিত্তিক দেশে এভাবে কিছু করা যায় না। আমাদের আইন আছে, আর যেভাবে এই ছাঁটাইয়ের কথা বলা হচ্ছে, তা আইনের মধ্যে পড়ে না।”
সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বিল ক্লিনটনের নিয়োগ দেওয়া এই বিচারক আরও বলেন, “এগুলো এমনভাবে করা হচ্ছে যেন আগে গুলি করা, পরে লক্ষ্য ঠিক করা। এসব কাজ মানবিকভাবে ভয়াবহ প্রভাব ফেলছে। এই মানবিক মূল্য সমাজ মেনে নিতে পারে না।”
অন্যদিকে মার্কিন বিচার বিভাগীয় আইনজীবী এলিজাবেথ হেজেস বলেন, ছাঁটাইয়ের বৈধতা নিয়ে বিচারকের উদ্বেগের জবাব দেওয়ার মতো প্রস্তুতি তার নেই। বরং তিনি যুক্তি দেন, আদালতে যাওয়ার আগে বিষয়টি ফেডারেল শ্রম বোর্ডে তোলা উচিত ছিল ইউনিয়নগুলোর।
আল জাজিরা বলছে, বিচারকের এই সিদ্ধান্ত এমন এক সময়ে এসেছে যখন ফেডারেল সংস্থাগুলো গত শুক্রবার থেকেই ছাঁটাই নোটিশ পাঠানো শুরু করেছে। মূলত সরকারের আকার ছোট করার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। শাটডাউনের মধ্যে ডেমোক্র্যাটদের ওপর রাজনৈতিক চাপ বাড়ানোই এটির লক্ষ্য।
রিপাবলিকান হাউস স্পিকার মাইক জনসন জানিয়েছেন, ডেমোক্র্যাটদের দাবিতে তিনি আলোচনায় যাচ্ছেন না এবং শাটডাউন সম্ভবত ইতিহাসের দীর্ঘতম হতে যাচ্ছে।
ভিওডি বাংলা/জা