রাকসু: ভোটগ্রহণ শেষ, ৬টা থেকে গণনা

বড় ধরনের অনিয়ম বা গোলযোগ ছাড়াই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন শেষ হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হয়ে বিরতিহীনভাবে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এসময়ের মধ্যে যারা কেন্দ্রের চৌহদ্দিতে আছেন, তারা ৪টার পরও ভোট দিতে পারছেন।
নির্বাচন কমিশনার অধ্যাপক পারভেজ আজহারুল হক বলেন, “বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হবে। তবে ৪টার মধ্যে যারা লাইনে দাঁড়াবেন, তাদের ভোট নেওয়া হবে বিশেষ ব্যবস্থায়। ৪টার পর লাইনের দাঁড়ানোর সুযোগ থাকবে না। ভোটকেন্দ্র ৪টায় বন্ধ করা হবে।”
কত শতাংশ ভোট পড়েছে তা ৪টার পর নির্বাচন কমিশন জানাবে বলে জানান তিনি।
ভোট গণনার বিষয়ে অধ্যাপক পারভেজ আজহারুল হক বলেন, “৫টায় ভোট গণনা শুরুর কথা থাকলেও ৬টায় ভোটগণনা শুরু হবে।”
ভোট গণনা শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তন থেকে ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ।
তিনি বলেছেন, নয়টি ভবনে ভোট গ্রহণ শেষে সব ব্যালট বাক্স নেওয়া হবে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে। ভোট গণনার সুবিধার্থে ১০০টি করে ব্যালট দিয়ে পৃথক বান্ডেল করা হবে। এ বান্ডেলর ভেটি গোনা হবে ওএমআর মেশিনে যা পর্যবেক্ষণ করবে বিশেষজ্ঞ প্যানেল। সবমিলিয়ে তিন ধাপে চূড়ান্ত ফল তৈরি হবে। একটি হলের ফল তৈরি শেষে আরেকটির গণনা শুরু হবে। তাতে ২৮৩টি পদের ফল জানাতে ১২ থেকে ১৫ ঘণ্টা সময় লেগে যেতে পারে।
ভিওডি বাংলা/ এমপি