• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গৌরীপুরে নকল পশু ওষুধ উৎপাদন, জরিমানা ও পণ্য ধ্বংস

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি    ১৬ অক্টোবর ২০২৫, ০৪:৩০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ময়মনসিংহের গৌরীপুরে অবৈধভাবে নকল ভেটেরিনারি (পশু চিকিৎসা) ওষুধ উৎপাদনের অভিযোগে ‘সলিড ফার্মা কেয়ার’ নামের একটি কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৬ অক্টোবর)  দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা-এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

ছবি : ভিওডি বাংলা

অভিযানকালে কারখানার মালিক মোজাব্বির হোসেন খান নকল ভেটেরিনারি ওষুধ উৎপাদনের কথা স্বীকার করেন। তিনি জানান, বিভিন্ন কোম্পানির উৎপাদিত ওষুধ বাজারজাত করার লাইসেন্স থাকলেও নিজে ওষুধ উৎপাদনের কোনো অনুমতি তাঁর নেই।

নকল ওষুধ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে।

এ সময় ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং প্রায় ৫ লক্ষ টাকার কাঁচামাল, লেবেল ও উৎপাদিত নকল ওষুধ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শিহাব উদ্দিন, যিনি ওষুধগুলোর নমুনা পরীক্ষা ও যাচাইয়ে প্রশাসনকে সহযোগিতা করেন। অভিযান চলাকালে গৌরীপুর থানা পুলিশের একটি টিম নিরাপত্তা প্রদান করে।

এ বিষয়ে উপজেলা প্রশাসন জানায়, জনস্বাস্থ্য ও পশুসম্পদের সুরক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/ মোঃ হুমায়ুন কবির/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নলছিটিতে দপ্তরির ইঁদুর মারা ফাঁদে স্বেচ্ছাসেবক দল কর্মীর মৃত্যু
নলছিটিতে দপ্তরির ইঁদুর মারা ফাঁদে স্বেচ্ছাসেবক দল কর্মীর মৃত্যু
পাশাপাশি তিন ভাইয়ের কবর, কুমারখালীর মোহাম্মদ চলছে শোকের মাতম
পাশাপাশি তিন ভাইয়ের কবর, কুমারখালীর মোহাম্মদ চলছে শোকের মাতম
নাগরপুরে খেজুরের রস আহরণে ব্যস্ত গাছিরা
নাগরপুরে খেজুরের রস আহরণে ব্যস্ত গাছিরা