• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ত্রিপুরায় গরুচোর সন্দেহে তিন বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক    ১৬ অক্টোবর ২০২৫, ০৪:৩৪ পি.এম.
প্রতীকী ছবি

ভারতের ত্রিপুরায় গরুচোর সন্দেহে তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) খোয়াই বিভাগের একটি সীমান্তবর্তী গ্রামে ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুই ভারতীয় আহত হয়েছেন।

সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, বিদায়বিলের দুই গ্রামবাসী রাবার বাগানে কাজ করতে গেলে তিন বাংলাদেশিকে লুকাতে দেখেন। তারা অবস্থানের কারণ জানতে চাইলে, দাবি করা হচ্ছে, বাংলাদেশিরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। পরে গ্রামে খবর জানালে স্থানীয়রা তাদের ওপর হামলা চালিয়ে তিনজনকে পিটিয়ে হত্যা করে।

আহত দুই ভারতীয়কে বেহলাবাড়ী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ত্রিপুরায় বাংলাদেশ ও ভারতের ৮৫৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যার অধিকাংশে কাঁটাতারের বেড়া রয়েছে। ভারতের সীমান্তবর্তী অঞ্চলে বাংলাদেশিদের বিরুদ্ধে হত্যার ঘটনা অনেক সময় ঘটে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে বিএসএফের গুলিতে।

সূত্র: ইকোনমিক টাইমস

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইলন মাস্কের কাছে জেমিমা গোল্ডস্মিথের আবেদন
ইলন মাস্কের কাছে জেমিমা গোল্ডস্মিথের আবেদন
যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সন্দিহান জেলেনস্কি
যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সন্দিহান জেলেনস্কি
ব্রেস্ট ক্যান্সারের নতুন ভ্যাকসিন নিয়ে বিজ্ঞানীদের আশার আলো
ব্রেস্ট ক্যান্সারের নতুন ভ্যাকসিন নিয়ে বিজ্ঞানীদের আশার আলো