ফেনীর পাঁচগাছিয়ায় যুবদলের কমিটিতে সমালোচনা ঝড়


ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের যুবদল কমিটিতে যুবলীগের সক্রিয় সদস্যদের অন্তর্ভুক্তির অভিযোগে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
সরে-জমিনে জানা যায়, নতুন কমিটিতে বেশ কয়েকজন বিতর্কিত ও আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এ নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মো. নুরুল আফছার অপু বলেন, চিহ্নিত যুবলীগের সন্ত্রাসীদের নাম কমিটিতে দেওয়া হয়েছে। অথচ যারা বিগত সময়ে হামলা-মামলার শিকার হয়েছেন, জেল-জুলুম সহ্য করেছেন, সেই ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। এতে দলের মধ্যে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। আমরা চাই, সঠিক তদন্তের মাধ্যমে ত্যাগীদের মর্যাদা দেওয়া হোক।
অন্যদিকে যুবদলের এক কর্মী অভিযোগ করে বলেন, জেলা যুবদলের সদস্য শামীম আনসারী অর্থ লেনদেনের মাধ্যমে যুবলীগের কর্মীদের নাম প্রস্তাব করেছেন।
তবে এ বিষয়ে জেলা যুবদল সদস্য শামীম আনসারী অভিযোগ অস্বীকার করে বলেন, আমি শাহীনকে বহুদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় দেখেছি। পিএস মিলনের সঙ্গে তার সম্পর্ক পারিবারিক। অর্থ লেনদেনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
নতুন কমিটির ৯ নম্বর সদস্য শাহিন উদ্দিন ভূঁইয়া বলেন, বিগত সময়ে এলাকার ভোটকেন্দ্রে মিলন চেয়ারম্যানের সঙ্গে কাজ করেছি, তিনি আমার আত্মীয়।
অরুণ মেম্বারও ভালো মানুষ ছিলেন, তাই তাকে সমর্থন করেছি। আমি ও আমার পরিবার বিএনপির রাজনীতি করি। এছাড়া তরিকুল ইসলাম বাবু, মো. সাগর, মো. মনিরুল হক অরুণ, কামরুল ও ইমাম হোসেনসহ আরও কয়েকজনের বিরুদ্ধেও অনৈতিক সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে জেলা যুবদলের সভাপতি নাসির উদ্দিন খন্দকার জানান, অভিযোগের বিষয়টি আমরা জেনেছি। ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ভিওডি বাংলা/জা