• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
রাজবাড়ীর ৪ কলেজে শতভাগ ফেল: হতাশ শিক্ষার্থী-অভিভাবকরা কালের স্বাক্ষী হয়ে দাড়িয়ে আছে ইরানীদের হাতে নির্মিত ভাগনা মসজিদ ডিসি অফিস ঘেরাও করা হবে : মির্জা ফখরুল কানাডিয়ান হাইকমিশনারের সঙ্গে জামায়াত আমিরের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের তরুণ গবেষকদের জন্য গর্বের মুহূর্ত সৃষ্টি করেছেন মাহমুদ রাহাত ও তানহা হাসান রাজউকে পাসের হার ৯৯.৯৪ শতাংশ, কমেছে জিপিএ-৫ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ মধ্যরাতে হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বহুল প্রতিক্ষিত রাকসু নির্বাচন রাজশাহী কষ্ট করলেও ‘কেষ্ট’ মিলছেনা বাগমারার মৃৎশিল্পীদের ভাগ্যে

ঢাকা-৮ থেকে বিএনপির মনোনয়ন চান প্রকৌশলী ফয়সাল সালাম

জ্যেষ্ঠ প্রতিবেদক    ১৬ অক্টোবর ২০২৫, ০৬:৫৩ পি.এম.
প্রকৌশলী ফয়সাল সালাম সাগর। ছবি-সংগৃহীত

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আসন্ন এই নির্বাচনকে সামনে রেখে নতুন কৌশলে ইতোমধ্যে ভোটের মাঠে তৎপর হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এবারের নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তরুণদের বিশেষ গুরুত্ব দেবে দলটি। তথ্য মতে, দলটির হাইকমান্ড থেকে ইতিবাচক সাড়া পেয়ে প্রায় দেড় শতাধিক তরুণ প্রার্থী ভোটারদের ‘ডোর টু ডোর’ ছুটে যাচ্ছেন

দলের শীর্ষ পর্যায় থেকে ইতিবাচক সাড়া পেয়ে প্রচারণায় নেমেছেন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক ও বর্তমান অনেক কেন্দ্রীয় নেতা। তারা ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন। তারেক রহমানের নির্দেশে আগামীর রাষ্ট্র মেরামতের জন্য ঘোষিত বিএনপির ৩১ দফা তুলে ধরছেন। সরকার গঠন করলে বিএনপি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে তা বোঝাচ্ছেন। রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের মাধ্যমে ক্ষুদামুক্ত, দারিদ্রমুক্ত স্বপ্নের বাংলাদেশ বিনির্মানের সবচেয়ে বড় অংশীদার হবে সাধারণ মানুষ, এই বার্তা ছড়িয়ে দিচ্ছেন এসব তরুণ প্রার্থীরা। তেমনি একজন প্রার্থী প্রকৌশলী ফয়সাল সালাম সাগর। তিনি রাজধানীর প্রাণকেন্দ্র ঢাকা-৮ সংসদীয় আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী। ফয়সাল সালাম সাগর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম-এর ছেলে।

বিএনপির একাধিক সিনিয়র নেতারা জানিয়েছেন, দেশের মোট ভোটারের এক-তৃতীয়াংশ তরুণ। তাছাড়া ২০২৪ সালের ‘জুলাই-আগস্টগণঅভ্যুত্থানে সামনের সারিতে থেকে লড়াই করেছেন দলের তরুণ নেতারা। ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের পর দেশের রাজনীতিতে এক ধরণের গুনগত পরিবর্তন আবশ্যক হয়ে পড়েছে। সার্বিক দিক বিবেচনায় এবারের নির্বাচনে তরুণদের প্রাধান্য দেওয়ার কথা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও একাধিকবার বলেছেন। বিএনপির নেতারা আরও জানান, এখন পর্যন্ত কাউকে সবুজ সংকেত দেওয়া না হলেও এবার প্রার্থী বাছাইয়ে দলের তরুণ নেতারাই এগিয়ে থাকবেন।

তারা বলছেন, এবারের নির্বাচনের প্রেক্ষাপট অন্যবারের চেয়ে ভিন্ন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অবর্তমানে বিএনপির বিপরীতে জামায়াতে ইসলামীসহ ইসলামপন্থী একটি অংশের তৎপরতা পরিস্থিতি বদলে দিচ্ছে। এমন প্রেক্ষাপটে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর প্রার্থীদের জিতিয়ে আনা চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে। তাই শরিকদের মনোনয়নের ক্ষেত্রে বিএনপিকে অনেক হিসাব-নিকাশ করতে হচ্ছে।

ফয়সাল সালাম সাগর বলেন, আমি ঢাকার সন্তান। আমার জন্ম ঢাকার আরামবাগে। এই এলাকার মানুষের সঙ্গে আমাদের পারিবারিক নিবিড় সম্পর্ক রয়েছে। আমার বাবা দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের পাশে ছিলেন। দল যদি আমাকে মনোনীত করে সেক্ষেত্রে তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে জনগণ আমাকে নির্বাচিত করবে বলে বিশ্বাস করি। আমি ঢাকা-৮ সংসদীয় আসন থেকে সর্ব সাধারণের দোয়া ও সমর্থন চাই।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে বলেছেন, আগামীর বাংলাদেশ হবে তারুণ্যনির্ভর। 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আসন্ন নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে ক্লিন ইমেজের তরুণ, জনগণের কাছে গ্রহণযোগ্য, সৎ ও জনপ্রিয়, সাংগঠনিক দক্ষতাসম্পন্ন এবং বিগত ১৭ বছর ভয়ংকর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনে অবদান রাখাদের অগ্রাধিকার দেওয়া হবে।

আগামী জাতীয় নির্বাচনে সমমনা শরিকদের প্রার্থী বাছাই বা মনোনয়নপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিএনপির একাধিক নেতার সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। তাঁরা জানান, এবারের নির্বাচনের জন্য তাঁরা একটি সমন্বিত ও ভারসাম্যমূলক প্রার্থী তালিকা চূড়ান্ত করতে চান। যাতে সমাজের সব মহলের প্রতিনিধিত্ব থাকে এবং মানুষ যাতে ওই প্রার্থীদের ওপর আস্থা রাখতে পারেন। 

ভিওডি বাংলা/ এমপি/ এমএইচপি


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওবায়দুল কাদেরের ভাই শাহাদাতসহ গ্রেপ্তার ৯
ওবায়দুল কাদেরের ভাই শাহাদাতসহ গ্রেপ্তার ৯
আমাদের ঐক্যই হতে পারে জাতীয় মুক্তির পথ: সালাহউদ্দিন
আমাদের ঐক্যই হতে পারে জাতীয় মুক্তির পথ: সালাহউদ্দিন
১০০ আসনে প্রার্থী ঘোষণা এবি পার্টির
১০০ আসনে প্রার্থী ঘোষণা এবি পার্টির