সার্জারির গুঞ্জনে শ্রাবন্তী: ‘আমি যেমন ছিলাম, তেমনই আছি’


নিজের চেহারা ও লুক পরিবর্তন নিয়ে চলা নানা জল্পনা নিয়ে মুখ খুললেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী।
সম্প্রতি এক পডকাস্টে তিনি স্পষ্ট জানালেন— নিজের সৌন্দর্য ধরে রাখতে এখনো পর্যন্ত কোনো ধরনের সার্জারি বা কসমেটিক প্রক্রিয়া গ্রহণ করেননি।
উপস্থাপকের প্রশ্নে শ্রাবন্তী candid ভঙ্গিতে বলেন, ‘ভগবান আমাকে যেভাবে তৈরি করেছেন, আমি সেইভাবেই আছি। মাঝে মাঝে ওজন বাড়ে বা কমে, কিন্তু মুখটা তো একই থাকবে। আমি সার্জারি করিনি এখন অবধি, তাই একই আছি।’
পরিবর্তন না আসা প্রসঙ্গে হাসতে হাসতে অভিনেত্রীর যোগ, ‘তো আমি কীভাবে পরিবর্তন করবো?’
সৌন্দর্য বৃদ্ধির জন্য বোটক্স নেওয়া প্রসঙ্গে শ্রাবন্তী জানান, ইনজেকশনের প্রতি তার ভয় রয়েছে। তবে ভবিষ্যতের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি। তিনি বলেন, ‘খুব ভয় লাগে ইনজেকশন। ভবিষ্যতে একবার ট্রাই করবো কিনা দেখি, কিন্তু এখন অব্দি করিনি।’
শ্রাবন্তী বর্তমানে তার নতুন কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় রয়েছেন। অভিনেত্রীর এমন সরাসরি মন্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যেখানে ভক্তরা তার স্বাভাবিক সৌন্দর্য ও আত্মবিশ্বাসের প্রশংসা করছেন।
ভিওডি বাংলা/ আ