• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৩১ দফা বাস্তবায়নে সাবেক ছাত্রনেতার লিফলেট বিতরণ ও গণমিছিল

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি    ১৬ অক্টোবর ২০২৫, ০৭:৪৭ পি.এম.
৩১ দফা বাস্তবায়নে সাবেক ছাত্রনেতার লিফলেট বিতরণ ও গণমিছিল। ছবি: ভিওডি বাংলা

'তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক' এই চেতনাকে জাগ্রত করতে এবং তৃণমূলে বিএনপিকে সুসংগঠিত করে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে  দিনাজপুরের নবাবগঞ্জে সাবেক ছাত্রনেতা এজেএম শাহাবুদ্দিন সুজন এর লিফলেট বিতরণ ও গনমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৫ টা থেকে রাত সন্ধা ৭ টা পর্যন্ত ৬ নং ভাদুরিয়া ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার সহ প্রত্যন্ত অঞ্চলে লিফলেট বিতরণ, উঠান বৈঠক এবং কয়েক হাজার দলীয় নেতা কর্মীদের নিয়ে গণ মিছিলে নেতৃত্ব দেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দিনাজপুর ০৬ আসনের মনোনয়ন প্রত্যাশী এজেএম শাহাবুদ্দিন সুজন ।

গণমিছিল শেষে বিএনপির সাবেক ছাত্রনেতা এজেএম শাহাবুদ্দিন সুজন বলেন, দেশ নেত্রী খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ে কাজ করতে হবে।

নির্বাচনের আগ মুহূর্তে নানাবিধ অপপ্রচার মাথা তুলে দাঁড়াতে পারে উল্লেখ করে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইজদানি আহম্মেদ রাসেল বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন রাষ্ট্রের জন্য অনেক গুরুত্বপূর্ণ। নির্বাচনের আগে বিভিন্ন পক্ষ থেকে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য বিভিন্ন পক্ষ থেকে নানা ধরনের গুজব-অপপ্রচার চালাতে পারে। বিএনপি নেতাকর্মীদের বুদ্ধিমত্তার সাথে সেসব গুজব ও অপপ্রচারের জবাব দিতে হবে।

ভিওডি বাংলা/ অলিউর রহমান মিরাজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক্সপ্রেসওয়ে অবরোধ করে মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থকদের বিক্ষোভ
এক্সপ্রেসওয়ে অবরোধ করে মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থকদের বিক্ষোভ
কুমারখালীতে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
কুমারখালীতে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ভাঙ্গায় বাসচাপায় মোটরসাইকেলের ৩ আরোহীর মৃত্যু
ভাঙ্গায় বাসচাপায় মোটরসাইকেলের ৩ আরোহীর মৃত্যু