• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
রাজবাড়ীর ৪ কলেজে শতভাগ ফেল: হতাশ শিক্ষার্থী-অভিভাবকরা কালের স্বাক্ষী হয়ে দাড়িয়ে আছে ইরানীদের হাতে নির্মিত ভাগনা মসজিদ ডিসি অফিস ঘেরাও করা হবে : মির্জা ফখরুল কানাডিয়ান হাইকমিশনারের সঙ্গে জামায়াত আমিরের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের তরুণ গবেষকদের জন্য গর্বের মুহূর্ত সৃষ্টি করেছেন মাহমুদ রাহাত ও তানহা হাসান রাজউকে পাসের হার ৯৯.৯৪ শতাংশ, কমেছে জিপিএ-৫ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ মধ্যরাতে হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বহুল প্রতিক্ষিত রাকসু নির্বাচন রাজশাহী কষ্ট করলেও ‘কেষ্ট’ মিলছেনা বাগমারার মৃৎশিল্পীদের ভাগ্যে

রাকসুর ফল ঘোষণা শুক্রবার সকালে

রাজশাহী ক্যাম্পাস প্রতিনিধি    ১৬ অক্টোবর ২০২৫, ১০:০৫ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায়। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে গণনা কার্যক্রম শুরু হয়। প্রথমে গণনা করা হয় মন্নুজান হলের ব্যালট। এর আগে রাত পৌনে ৮টায় হলটির পোলিং কর্মকর্তা ও এজেন্টদের উপস্থিতিতে ব্যালট বাক্স খোলা হয়।

মিলনায়তনের মঞ্চে ছয়টি ব্যালটের জন্য আলাদা ছয়টি ওএমআর মেশিন বসানো হয়েছে। মঞ্চের সামনে সাজানো হয়েছে বিভিন্ন হলের ব্যালট বাক্স। প্রতিটি হলের ব্যালট বাক্স খোলা হচ্ছে সংশ্লিষ্ট হলের প্রিজাইডিং কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা ও এজেন্টদের সামনে।

এই পুরো প্রক্রিয়াটি মিলনায়তনের সামনে বড় পর্দায় প্রদর্শন করা হচ্ছে। শিক্ষার্থীরা দাঁড়িয়ে ও বসে তা পর্যবেক্ষণ করছেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, অনুমতিপ্রাপ্ত ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত আছেন।

উল্লেখ্য, এ বছরের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে ৬৯ দশমিক ৮৩ শতাংশ ভোট প্রদান করেছেন। বেলা ৪টায় ভোটগ্রহণ শেষ হয় এবং বিকেল পৌনে ৫টার মধ্যে সব ব্যালট বাক্স মিলনায়তনে পৌঁছে দেওয়া হয়।

এ বিষয়ে নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ বলেন, “আমরা আনুষ্ঠানিকভাবে রাকসুর ভোট গণনা শুরু করেছি। প্রথমে মন্নুজান হলের ভোট গণনা করা হচ্ছে। ধারাবাহিকভাবে একের পর এক হলের ফলাফল গণনা করা হবে।”

তিনি আরও জানান, “প্রতিটি কেন্দ্রের ভোট গণনা করতে সময় লাগবে প্রায় এক ঘণ্টা করে। সেই হিসেবে পুরো প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে প্রায় ১৭ ঘণ্টা। অর্থাৎ কাল (শুক্রবার) সকালের আগে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা সম্ভব হবে না।”

ভিওডি বাংলা/ এমপি


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যানথ্রাক্স আক্রান্ত গাইবান্ধায় সরেজমিনে বাকৃবি গবেষক দল
অ্যানথ্রাক্স আক্রান্ত গাইবান্ধায় সরেজমিনে বাকৃবি গবেষক দল
কুষ্টিয়া-খুলনা মহাসড়ক দ্রুত সংস্কারের দাবিতে ইবি শিক্ষার্থীদের অবরোধ
কুষ্টিয়া-খুলনা মহাসড়ক দ্রুত সংস্কারের দাবিতে ইবি শিক্ষার্থীদের অবরোধ
বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বহুল প্রতিক্ষিত রাকসু নির্বাচন
বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বহুল প্রতিক্ষিত রাকসু নির্বাচন