• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঝালকাঠি-১ আসনে লেবার পার্টির প্রার্থী ডা. ইরান

ঝালকাঠি প্রতিনিধি    ১৭ অক্টোবর ২০২৫, ১০:৪৬ এ.এম.
লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান-ছবি-ভিওডি বাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

সম্প্রতি কাঠালিয়া প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পিরোজপুর-২ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, বিএনপির পূর্বঘোষণা অনুসারে আমাদের দল তাদের সঙ্গে নির্বাচনে যেতে প্রস্তুত। তবে বিএনপির সঙ্গে আসন সমঝোতার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। তাই আপাতত আমরা লেবার পার্টির পক্ষ থেকে ১০০ আসনে প্রার্থী ঘোষণার প্রস্তুতি নিচ্ছি। 

তবে বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে আমরা মাত্র ৬ টি আসন চাই। এই ছয়টি আসন হচ্ছে- ঝালকাঠি-১, গাজিপুর-৫, ঢাকা-৭, ফরিদপুর-১, ঢাকা-৬ আসন ও ঝালকাঠি-২ আসন। আর আমি ইতোমধ্যেই ঝালকাঠি-১ আসনে নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছি। তবে বিএনপি আমাদের দলকে কয়টি আসন দেবে সেটি বড় কথা নয়। 

কারণ, আমরা বিএনপির চরম দুর্দিনের সময় থেকে অর্থাৎ ২০০৭ সাল থেকে একসঙ্গে পথ চলছি। সকল আন্দোলন-সংগ্রামে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাজপথে ছিলাম এখনো আছি। তাই আশা করি এখন সুদিনে বিএনপি আমাদের অবদানকে মূল্যায়ন করবে। 

প্রসঙ্গত, পতিত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক দমন-পীড়নের কারণে কারাভোগ করেছেন ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

বাংলাদেশ লেবার পার্টির কাঁঠালিয়া উপজেলা যুগ্ম আহবায়ক মুফতি আরিফ বিন শহীদ বলেন, ডা. ইরান গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের প্রথম সারির নেতা। তিনি হামলা মামলা নির্যাতন নিপীড়ন সহ্য করে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে লেবার পার্টির চেয়ারম্যান ডা.ইরানকে ঝালকাঠি-১ আসনে প্রার্থী হিসেবে দেখতে চাই।

লেবার পার্টির স্থানীয় নেতারা জানান, দীর্ঘ রাজনৈতিক লড়াই-সংগ্রামে ডা. ইরান হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। এ কারণে ঝালকাঠি-১ আসনে তিনি একজন জনপ্রিয় ও যোগ্য প্রার্থী। বিএনপির সমর্থন পেলে তার বিজয় নিশ্চিত বলে তারা মনে করেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মহালছড়িতে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার
মহালছড়িতে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার
কালিয়ায় মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে হত্যা
কালিয়ায় মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে হত্যা
রাজারহাটের তিস্তার চরের মানুষের একমাত্র ভরসা ভার ও নৌকা
রাজারহাটের তিস্তার চরের মানুষের একমাত্র ভরসা ভার ও নৌকা