কুড়িগ্রামে ভিক্ষুক পুনর্বাসন সহায়তা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

"ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান" কর্মসূচির আওতায় কুড়িগ্রামে ১২ জন ভিক্ষুকদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে শহর সমাজসেবা কার্যালয়ে এই ১২ জন ভিক্ষুকদের মাঝে তিন লক্ষ পনেরো হাজার চার টাকার বিভিন্ন দোকানের মালামাল ক্রয় করে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জনাব মুহা হুমায়ুন কবির উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় কুড়িগ্রাম, এবং জনাব মোঃ আবু সুফিয়ান সমাজসেবা অফিসার শহর সমাজসেবা কার্যালয় কুড়িগ্রাম সহ সমাজসেবা অফিসের কর্মচারীবৃন্দ।
সহায়ক উপকরণের মধ্যে ছিল- গালামালের দোকান, কাঁচামালের দোকান, মৎস্য ব্যবসা সহ চা-পানের দোকানের জন্য বিভিন্ন ধরনের মালামাল।
কুড়িগ্রাম জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়ন করেন শহর সমাজসেবা কার্যালয় কুড়িগ্রাম।
ভিওডি বাংলা-আনোয়ার হোসেন/জা







