আখাউড়ায় ১ রেমিটেন্স যোদ্ধার মর্মান্তিক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের (কর্মমঠ) শিকারমুড়া গ্রামের মো. আব্দুল হাই চৌধুরীর ছেলে, মো. নাজমুল চৌধুরী (২৫)।
গত তিন বছর আগে জীবিকার তাগিদে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমায় সে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ২-৩ মাস পরে বাড়ীতে এসে তার বিয়ে করার কথা ছিল। গতকাল ১৫ অক্টোবর বিকেলে দুবাই অবস্থিত একটি তিন তলা ভবনে গ্লাস ফিটিংস এর কাজ করার সময় হটাৎ সে রশি ছিড়ে নিচে পড়ে যায়।
এ সময় ঘটনাস্থলেই নাজমুলের মৃত্যু ঘটে। তার মা একমাত্র সন্তানকে হারিয়ে পাগল প্রায় এবং বারাবার সঙা হারাচ্ছেন।
তার এ অকাল প্রয়াণে কর্মমঠ এলাকায় গভীর শোঁকের ছায়া নেমে এসেছে।
তাকে সবাই অনেক নম্র- ভদ্র ছেলে হিসাবে চিনে। পরিবারের দাবি, বর্তমান সরকার যেন তার লাশ দ্রুত দেশে নিয়ে আসার ব্যবস্হা করে।
ভিওডি বাংলা-আফজল খান শিমুল /জা







