নভেম্বরে ব্রাজিলের দুই প্রীতি ম্যাচ, প্রতিপক্ষ কারা?

অক্টোবর উইন্ডোতে দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে উড়িয়ে এশিয়ান সফর শুরু করলেও পরের ম্যাচে জাপানের কাছে হোঁচট খেয়েছিল কার্লো আনচেলত্তির ব্রাজিল। প্রথমার্ধে দুই গোলের লিড নেওয়ার পর দ্বিতীয়ার্ধে তিন গোল হজম করে প্রথমবারের মতো সেলেসাওরা হেরে যায় জাপানের বিপক্ষে। সেই হতাশা ভুলে নভেম্বরে দুটি প্রীতি ম্যাচের প্রতিপক্ষ, ভেন্যু ও সূচি চূড়ান্ত করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)।
সিবিএফের ঘোষণায় জানানো হয়েছে, ১৫ নভেম্বর সেনেগাল ও ১৮ নভেম্বর তিউনিসিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে ইউরোপে—লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে প্রথম ম্যাচে নামবে আনচেলত্তির দল, আর দ্বিতীয়টি হবে ফ্রান্সের লিল শহরের ডেকাথলন স্টেডিয়ামে।
আসন্ন ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতিকে সামনে রেখে আফ্রিকান দলের বিপক্ষে খেলোয়াড়দের ভিন্নধর্মী অভিজ্ঞতা দিতে এমন সূচি তৈরি করেছে সিবিএফ। চলতি বছর নভেম্বরেই ফিফা উইন্ডো শেষ হবে, এরপর পরবর্তী আন্তর্জাতিক ম্যাচের সুযোগ মিলবে আগামী মার্চে। ওই সময় দুটি ইউরোপীয় দলের বিপক্ষে ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে ব্রাজিলের।
তাছাড়া, আগামী জুনে বিশ্বকাপের আগে রিও ডি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে শেষবারের মতো নিজেদের মাঠে খেলতে চায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এখনো প্রতিপক্ষ নির্ধারিত হয়নি, তবে লক্ষ্য একটাই—দেশীয় ভক্তদের সঙ্গে সম্পর্ক আরও গভীর করা।
ব্রাজিল এর আগে সেনেগালের বিপক্ষে সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০২৩ সালের মার্চে, যেখানে ৪-০ গোলে হেরে তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরেছিল সেলেসাওরা। তারও আগে ২০১৯ সালে দুই দলের ম্যাচটি ১-১ ড্র হয়েছিল। তাই নভেম্বরের এই ম্যাচে জয়ের লক্ষ্য থাকবে আনচেলত্তির শিষ্যদের। অপরদিকে, তিউনিসিয়ার বিপক্ষে সর্বশেষ দেখা ২০২২ সালে, কাতার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ৫-১ ব্যবধানে জয় পায় ব্রাজিল।
জাপানের বিপক্ষে সাম্প্রতিক হারে কিছুটা চাপে আছেন আনচেলত্তি। নতুন দায়িত্বে এখন পর্যন্ত ছয় ম্যাচে তার সাফল্যের হার ৫৫.৬ শতাংশ—তিন জয়, এক ড্র ও দুটি পরাজয়। বিশ্বকাপের আগে দলগঠন ও সেরা সমন্বয় খুঁজে বের করাই এখন ইতালিয়ান কোচের প্রধান লক্ষ্য।
ভিওডি বাংলা/ আরিফ







