• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মেধাবীদের সম্মাননায় ইবি শাখা ছাত্রশিবিরের ‘প্লেসধারী সংবর্ধনা ২০২৫’

ইবি প্রতিনিধি    ১৭ অক্টোবর ২০২৫, ০১:৩৩ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে প্লেসধারী শিক্ষার্থীদের অর্জনকে আনুষ্ঠানিকভাবে উদযাপন করতে অনুষ্ঠিত হতে যাচ্ছে "প্লেসধারী সংবর্ধনা ২০২৫"। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শাখা ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেজ সূত্রে  জানা গেছে, শুধুমাত্র  ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০, ২০২০-২১ ও ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এ আয়োজনে অংশগ্রহণ করতে পারবেন।

আরও জানা গেছে, বিভাগ ভিত্তিক প্রতি সেশন থেকে প্রথম তিনজনকে সংবর্ধনা দেওয়া হবে। এতে ২০১৯-২০ শিক্ষাবর্ষের অনার্সের সম্মিলিত রেজাল্টের ভিত্তিতে প্রথম তিনজন এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের সর্বশেষ ৬ সেমিস্টারের সম্মিলিত রেজাল্টের ভিত্তিতে প্রথম তিনজন প্লেসধারী শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করতে পারবেন। এছাড়া ২০২১-২২ শিক্ষাবর্ষের সর্বশেষ ৪ সেমিস্টারের সম্মিলিত রেজাল্টের ভিত্তিতে প্রথম তিনজন প্লেসধারী শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করতে পারবেন।

উল্লেখ্য যে, অনুষ্ঠানে প্লেসধারী শিক্ষার্থীদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে। আগামী ১৮ অক্টোবর রাত ১২টার আগ পর্যন্ত গুগল ফ্রমের মাধ্যমে প্লেসধারী শিক্ষার্থীরা রেজিষ্ট্রেশন করতে পারবেন। 

➡ রেজিস্ট্রেশনের লিংক: https://forms.gle/khcr164GZhC4PS116

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
'ধর্ষকদের ঠিকানা, এই বাংলায় হবে না' স্লোগানে উত্তাল ইবি
'ধর্ষকদের ঠিকানা, এই বাংলায় হবে না' স্লোগানে উত্তাল ইবি
সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনেও শিবিরের প্রভাব
সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনেও শিবিরের প্রভাব
রাকসুতে বিজয়ী জুলাই আন্দোলনে চোখ হারানো দ্বীপ মাহবুব
রাকসুতে বিজয়ী জুলাই আন্দোলনে চোখ হারানো দ্বীপ মাহবুব