• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শিবচরে কালবেলার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি    ১৭ অক্টোবর ২০২৫, ০১:৫১ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

মাদারীপুরের শিবচরে এক উৎসব মুখর পরিবেশে বহুল প্রচারিত পত্রিকা দৈনিক কালবেলার তৃতীয় বর্ষপূর্তি পালিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ৮ টার দিকে এ উপলক্ষে শিবচর পৌর সুপার মার্কেটের নিচতলায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

দৈনিক কালবেলার শিবচর উপজেলা প্রতিনিধি কাজী মশিউর রহমানের সভাপতিত্বে এবং দৈনিক নয়া দিগন্তের শিবচর সংবাদদাতা আহসান হাবীবের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং বিজয় টিভির মাদারীপুর জেলা প্রতিনিধি মো. আবুল খায়ের খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. কামরুজ্জামান (মিলন) খান এবং শিবচর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক তাইজুল ইসলাম সজীব খান।

প্রধান অতিথি তার বক্তব্যে কালবেলার বিগত দিনের সাহসী সংবাদ প্রচারের ভূয়সী প্রশংসাসহ আগামী দিনে কালবেলার সাহসী পদক্ষেপ অব্যাহত থাকার আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি দেশব্যাপী সাংবাদিক নির্যাতন বন্ধ সহ সাংবাদিক সাগর রুনি হত্যার সাথে জড়িতদের বিচার দাবি করেন। 

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক দৈনিক আমার দেশের প্রতিনিধি মো. সরোয়ার হোসেন মিঠু,দৈনিক কালের কন্ঠের শিবচর উপজেলা প্রতিনিধি এস.এম.দেলোয়ার হোসাইন, দৈনিক দিনকালের শিবচর উপজেলা প্রতিনিধি, ফাল্গুনী টেলিভিশনের শিবচর উপজেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম আকাশ, চ্যানেল ফাইভের শিবচর উপজেলা প্রতিনিধি সামির আহমেদ, দৈনিক প্রতিদিনের সংবাদ-এর সংবাদদাতা আবুল হাসানাত আকাশ ও  দৈনিক জনবানীর উপজেলা প্রতিনিধি ঝুমুরি আক্তার সন্ধ্যা প্রমুখ। অতিথিগণ তাদের শুভেচ্ছা বক্তব্যে দৈনিক কালবেলার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। ‌ 

অনুষ্ঠানে উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিদের নিয়ে কেক কাটা হয়।

ভিওডি বাংলা- আহসান হাবীব/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্লিনিক-ডায়াগনস্টিকে অনিয়মে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ইউএনও’র
ক্লিনিক-ডায়াগনস্টিকে অনিয়মে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ইউএনও’র
ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত