যুক্তরাষ্ট্রের কাছে টমাহক মিসাইল চায় ইউক্রেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে টমাহক মিসাইল চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার বিশ্বাস, এই মিসাইল হাতে পেলে যুদ্ধের গতিপ্রকৃতিতে বড় ধরনের পরিবর্তন আসবে এবং রাশিয়া শান্তিচুক্তির পথে আসতে বাধ্য হবে।
জেলেনস্কি বলেন, টমাহক মিসাইল দিয়ে রাশিয়ার গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে আঘাত হানা সম্ভব হবে, যা মস্কোর ওপর বড় চাপ সৃষ্টি করবে।
অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, এই মিসাইল রাশিয়াকে খুব একটা সমস্যায় ফেলবে না। তবে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেছেন, ইউক্রেনকে টমাহক সরবরাহ নিয়ে মস্কো গভীরভাবে উদ্বিগ্ন।
সামরিক বিশেষজ্ঞ কোস্তিয়ানটিন ক্রিভোলাপ জানিয়েছেন, টমাহক মিসাইল এক হাজার ৬০০ থেকে আড়াই হাজার কিলোমিটার পর্যন্ত দূরত্বে আঘাত হানতে সক্ষম। আরেক বিশেষজ্ঞ অ্যান্ড্রিয়া কোভালেঙ্কোর মতে, রাডারে ধরা পড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই টমাহক লক্ষ্যবস্তুতে আঘাত করে, যা রাশিয়ার বিদ্যমান বিমান প্রতিরক্ষা ব্যবস্থার তুলনায় অনেক বেশি কার্যকর।
টমাহক একটি নিখুঁত লক্ষ্যভেদী সাবসনিক ক্রুজ মিসাইল, যা বিভিন্ন ধরনের অস্ত্র বহনে সক্ষম। সামরিক বিশেষজ্ঞদের মতে, ইউক্রেন এই মিসাইল পেলে যুদ্ধ আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হবে।
ভিওডি বাংলা/জা







