• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মৌচাকে ৫‘শ ভরি স্বর্ণ চুরির ঘটনায় চারজন গ্রেপ্তার, ১৯০ ভরি স্বর্ণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক    ১৭ অক্টোবর ২০২৫, ০৪:৩৫ পি.এম.
স্বর্ণ চুরির ঘটনায় গ্রেপ্তারকৃতরা। সংগৃহীত ছবি

রাজধানীর মৌচাক ফরচুন শপিং মলের সম্পা জুয়েলার্সে চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে উদ্ধার হয়েছে ১৯০ ভরি স্বর্ণ, সামান্য রূপা, একটি মোটরসাইকেল এবং ১ লাখ ৭৭ হাজার ২০০ টাকা নগদ।

ডিবি জানায়, গ্রেপ্তারকৃতরা হলেন: শাহিন মাতব্বর ওরফে শাহিন (৪৬), নুরুল ইসলাম (৩৩), উত্তম চন্দ্র সূর (৪৯) ও অনিতা রায় (৩১)। গত ৭২ ঘণ্টা টানা অভিযান চালিয়ে বিভিন্ন জেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে মিন্টুরোড ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, চুরি ঘটেছিল ৮ অক্টোবর দিবাগত রাতে, দোতলায় অবস্থিত দোকানে। তিন মাস ধরে চোরচক্র দোকান পর্যবেক্ষণ করছিল। ঘটনা রাতে সংঘটিত হয়; তারা বাথরুমের জানালার চিকন সুতার সঙ্গে রশি বেঁধে গ্রিল কেটে প্রবেশ করে।

ডিবি কর্মকর্তারা জানান, চক্রটি পেশাদার এবং এর আগেও ২০২১ সালে চট্টগ্রামের কর্ণফুলী মার্কেটে একই ধরনের চুরির ঘটনায় জড়িত ছিল। গ্রেপ্তারকৃতদের একজনের স্ত্রীও প্রাথমিকভাবে সহযোগিতা করেছিল।

মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, দোকানে মোট ৫০০ ভরি স্বর্ণ ছিল, যেখান থেকে উদ্ধার হয়েছে ১৯০ ভরি। বাকি স্বর্ণের অবস্থান জানতে তদন্ত চলছে। একজন আসামি এখনও পলাতক।

ডিবি জানিয়েছে, চুরি হওয়া স্বর্ণ বিক্রি করা হয়নি, কিছু অংশ গলানো অবস্থায় পাওয়া গেছে। অভিযুক্তরা সাধারণত কৃষিকাজ ও গরুর ফার্মে কাজ করতো, তবে পরিকল্পিতভাবে বড় ধরনের চুরি করতো।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেট্রো লাইনের বেয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত
মেট্রো লাইনের বেয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত
বিশেষ অভিযানে গ্রেপ্তার ১,৮১২ জন
বিশেষ অভিযানে গ্রেপ্তার ১,৮১২ জন
বিশেষ অভিযানে গ্রেপ্তার ১,৭২৬
বিশেষ অভিযানে গ্রেপ্তার ১,৭২৬