• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাংশায় শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ১৭ অক্টোবর ২০২৫, ০৬:১৯ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশায় উৎসবমুখর পরিবেশে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল ৪টায় পাংশা জর্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কমিটির আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পাংশা পৌর বিএনপির সভাপতি ও টুর্নামেন্ট উদযাপন কমিটির আহ্বায়ক মো. বাহারাম হোসেন এর সভাপতিত্বে এবং টুর্নামেন্ট উদযাপন কমিটির সদস্য সচিব মো. দেলোয়ার সরদারের পরিচালনায় উদ্বোধনী ম্যাচের শুভ উদ্বোধন করেন, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির।

এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর-রশীদ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম আকুল ও রেজাউল করিম রিংকু, পাংশা পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ মন্ডল, মো. মফিজুল ইসলাম, সরিষা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম হুমায়ুন, পাংশা পৌর স্বেছাসেবক দলের আহ্বায়ক মো. সাবু সরদার, পাংশা পৌর যুবদলের আহ্বায়ক মো. সবুজ সরদার, অগ্রণী ব্যাংক রাজবাড়ী শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মো. এনামুল হক সুজনসহ স্থানীয় রাজনৈতিক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলাটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য মাঠের চারপাশে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন পাংশা উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
উদ্বোধনী খেলায় কুষ্টিয়া জেলা ফুটবল একাদশ ২-০ গোলে পাবনা জেলা ফুটবল একাদশকে পরাজিত করে। খেলাটি উপভোগ করতে মাঠে হাজারো দর্শকের উপস্থিতি ছিল লক্ষণীয়। খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের দক্ষতা ও পারফরম্যান্সে দর্শকদের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাস দেখা যায়।

ভিওডি বাংলা-এস.কে. পাল সমীর/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জবাবদিহিতামূলক প্রশাসন গড়তে চাই : সাভার ইউএনও
জবাবদিহিতামূলক প্রশাসন গড়তে চাই : সাভার ইউএনও
মাদারীপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
মাদারীপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
সিরাজগঞ্জ জেলা কারাগারে আ.লীগের নেতা বাচ্চুর মৃত্যু
সিরাজগঞ্জ জেলা কারাগারে আ.লীগের নেতা বাচ্চুর মৃত্যু