শিবচরে খালেদা জিয়ার রোগমুক্তিতে দোয়া-খাবার বিতরণ

মাদারীপুরের শিবচরে বেগম খালেদ জিয়ার রোগমুক্তি উপলক্ষে দোয়া ও খাবার বিতরণ করেন শিবচর উপজেলা বিএনপি।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে শিবচর পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে খাবার বিতরণ কর হয়। এরপরে বিএনপি'র চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় শিবচর আম্বিয়া হাকিমিয়া মাদ্রাসার মসজিদে জুমার নামাজের পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এই দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপি'র আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানা, শিবচর পৌর বিএনপি'র যুগ্ম-আহ্বায়ক সাইদুজ্জামান নাসিম,শিবচর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম খান, শিবচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ তুরাগ খান, পৌর ছাত্রদলের আহ্বায়ক সাঈদ হাসান শিহাব, যুবদল নেতা রুবেল হোসেনসহ সহযোগী ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা কর্মী।
এ সময় শিবচর উপজেলা বিএনপি'র আহ্বায়ক শাহাদাত হোসেন খান বলেন, “গণতন্ত্রের মানসকন্যা,আমাদের মায়ের মতো দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যথাযথ সময়ে চিকিৎসা নিতে পারেননি। তিনি অনেক অসুস্থ ছিলেন। আমরা আল্লাহর দরবারে দোয়া করি-তিনি যেন আমাদের নেত্রীকে সুস্থতা দান করেন এবং দেশের সেবায় আত্মনিয়োগ করতে পারেন এবং মানুষের মাঝে ফিরে এসে দেশের হাল ধরতে পারেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-শিবচর উপজেলা বিএনপি'র সদস্য সচিব সোহেল রানা। তিনি বলেন-বেগম খালেদা জিয়া যে আত্মত্যাগ স্বীকার করেছেন যা পৃথিবীর ইতিহাসে অনন্য।গণতন্ত্র রক্ষার স্বার্থে তিনি নিজেকে উজাড় করে দিয়েছিলেন।এজন্য, বিশ্ব নেতৃবৃন্দ তাকে গণতন্ত্রের মা উপাধি দিয়েছিলেন। শত জেল জুলুম নির্যাতন সহ্য করে যিনি সামনের দিক থেকে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। ফ্যাসিস্ট সরকার তাকে দেশ ছাড়া করতে চেয়েছিলো কিন্তু তিনি এক মুহূর্তের জন্য দেশ ছেড়ে যাননি। দেশের মানুষের ভালোবাসায় সিক্ত হয় তিনি দলকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন।
আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ভিওডি বাংলা-আহসান হাবীব/জা







