• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: ইশরাক হোসেন

চাঁদপুর প্রতিনিধি    ১৭ অক্টোবর ২০২৫, ০৬:৩৩ পি.এম.
চাঁদপুরে ইশরাক হোসেন। সংগৃহীত ছবি

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন বলেছেন, ‌‌‘বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন জাতীয় রাজনীতিতে কিছুটা প্রভাব ফেলতে পারে, তবে জাতীয় নির্বাচনে এর বিন্দুমাত্র প্রভাব পড়বে না।’

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি আইডিয়াল একাডেমিতে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, ‘১৭ বছর ধরে একটি ফ্যাসিবাদী সরকারের পতনের পর বাংলাদেশকে পুনর্গঠনের জন্য যে রাষ্ট্র কাঠামো সংস্কার প্রয়োজন, তা করার মতো রাজনৈতিক শক্তি, মেধা ও প্রজ্ঞা বিএনপির রয়েছে।’

তিনি আরও বলেন, ‘তারেক রহমান প্রত্যেক প্রান্তিক জনগোষ্ঠীর জন্য হেলথ কার্ড চালুর ঘোষণা দিয়েছেন, যার মাধ্যমে মানুষ বিনামূল্যে ভালো চিকিৎসা সেবা পাবে।’

স্বাধীনতা যুদ্ধের ইতিহাস তুলে ধরে ইশরাক বলেন, ‘১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাক হানাদার বাহিনী হত্যাযজ্ঞ চালায়, তখন আওয়ামী লীগ পালিয়ে গিয়েছিল। কিন্তু মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধের আহ্বান জানান— তখন থেকেই মুক্তিযুদ্ধের সূচনা হয়।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহাম্মদ খান, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য এস এম মফিজুল ইসলাম এবং সাবেক ছাত্রনেতা জাকির হোসেন প্রমুখ।

ফ্রি মেডিকেল ক্যাম্পে ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক ৮ শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংবিধান সংশোধন বা পরিবর্তনের একমাত্র স্থান হলো সংসদ: আমীর খসরু
সংবিধান সংশোধন বা পরিবর্তনের একমাত্র স্থান হলো সংসদ: আমীর খসরু
এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু
এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু
অনশনরত তারেককে সংহতি জানিয়েছেন রিজভী
অনশনরত তারেককে সংহতি জানিয়েছেন রিজভী