• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জুলাই সনদ ‘বিতর্কিত’, সংসদ ভবনের সামনে বিক্ষোভে জুলাইযোদ্ধারা

নিজস্ব প্রতিবেদক    ১৭ অক্টোবর ২০২৫, ০৭:৫৩ পি.এম.
জুলাই সনদ স্বাক্ষরকে ‘বিতর্কিত’ আখ্যা দিয়ে বিক্ষোভ করছে ‘জুলাইযোদ্ধারা’। সংগৃহীত ছবি

ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ স্বাক্ষরকে ‘বিতর্কিত’ আখ্যা দিয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে বিক্ষোভ করেছেন ‘জুলাইযোদ্ধারা’। তারা অভিযোগ করেছেন, এই সনদে জুলাই আন্দোলনে আহতদের অবমূল্যায়ন করা হয়েছে এবং এটি ‘ভারতের প্রেসক্রিপশনে তৈরি’।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সনদ স্বাক্ষর অনুষ্ঠান শেষ হওয়ার পর শতাধিক জুলাইযোদ্ধা মিছিল নিয়ে সংসদ ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দেয়। পরে নিরাপত্তা বেষ্টনির সামনে দাঁড়িয়ে বিক্ষোভকারীরা বক্তব্য দেন।

এক নেতার ভাষায়—‘এই সনদ আমরা মানি না। এতে দেশের মানুষের প্রত্যাশার প্রতিফলন নেই। এটি বাতিল করতে হবে।”

‘আমরা জুলাইযোদ্ধা আন্দোলনের’ সংগঠক ইয়াসিন নূর বলেন, ‘জুলাইয়ে আহতদের মারধর করে স্বাক্ষর করা এই সনদ বাতিল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। কারণ, এর আইনি ভিত্তি দেয়নি সরকার।’

এর আগে দুপুরে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন জুলাইযোদ্ধারা। ওই সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন বিক্ষোভকারী আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সনদ স্বাক্ষরের পরও জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের অসন্তোষে স্পষ্ট হচ্ছে— ঐকমত্যের প্রক্রিয়া এখনও পূর্ণতা পায়নি।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিরপুরে ১০০ ভরি স্বর্ণ ও ৩২ লাখ টাকা লুট
মিরপুরে ১০০ ভরি স্বর্ণ ও ৩২ লাখ টাকা লুট
ঢাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ৩ স্যানিটারি মিস্ত্রি আহত
ঢাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ৩ স্যানিটারি মিস্ত্রি আহত
বিমানবন্দর ফ্লাইওভারে চলন্ত মোটরসাইকেলে আগুন
বিমানবন্দর ফ্লাইওভারে চলন্ত মোটরসাইকেলে আগুন