শিবচরে বিএনপি'র পদ বঞ্চিত নেতাদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সুদীর্ঘ ত্রিশ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র রাজনীতির সাথে সম্পৃক্ত থেকেও সদ্য ঘোষিত শিবচর পৌর কমিটি ও উপজেলা কমিটিতে স্থান না পেয়ে তীব্র হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন শিবচর উপজেলা ও পৌর বিএনপি'র নেতারা।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে শিবচর বুদ্ধিজীবি চত্বরে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
পদ বঞ্চিত নেতা মামুন গোমস্তা বলেন, “১৯৯৫ সালে বিএনপি'র পতাকা তলে শামিল হয়েছি। ৩০ বছর ধরে ফ্যাসিবাদী সরকারের দমন-পীড়নের মধ্যেও দল থেকে বিচ্যুত হইনি। কিন্তু আজও আমি জানি না, আর কত বছর বিএনপি করলে ত্যাগী নেতা হিসেবে স্বীকৃতি পাব।রাজপথের লড়াকু সৈনিকের ভূমিকায় অবতীর্ণ হয়েও আমরা কোন মূল্যায়ন পাইনি।জীবন বাজি রেখে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম লড়াই করেছি তবু পিছপা হইনি।
আক্ষেপের সুরে শিবচর পৌর বিএনপি'র সাবেক সভাপতি ও বিএনপি মনোনীত সাবেক মেয়র প্রার্থী শাহাদাত হোসেন শফিক বলেন,যারা অতীতে ফ্যাসিবাদের দোসর ছিলেন,তারাই আজ কমিটিতে স্থান পেয়ছেন। অথচ আমরা যারা বছরের পর বছর দলটিকে বুকে লালন করেছি,তারাই উপেক্ষিত হয়েছি।
দীর্ঘ আঠারো বছর হামলা মামলা জেল জুলুম সহ্য করে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করে বিএনপি'র নেতৃত্বকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছি।কিন্তু মাদারীপুর জেলা কমিটি আমাদেরকে কোন মূল্যায়ন করেনি। তাঁরা টাকার বিনিময়ে বিএনপি'র কমিটিতে আওয়ামী লীগের দোসরদের স্থান দিয়েছে। আমরা এই কমিটিকে ধিক্কার ও প্রতিবাদ জানাই।
প্রতিবাদ সভার এক পর্যায়ে আবেগাপ্লুত হয়ে শিবচর উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সাবেক সভাপতি ইয়াজ্জেম হোসেন রোমান বলেন, “বিএনপি আমার রক্তে মিশে আছে। জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে লড়াই করেছি,আন্দোলন করেছি,সংগ্রাম করেছি।কিন্ত আমাদের ত্যাগের কোন মূল্য দেয়নি জেলা কমিটি।আজকে থেকে আমাদের প্রতিবাদ সভা শুরু হলো।যতদিন পর্যন্ত ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন করে কমিটি না দিবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবেই।শিশু নেতাদের দিয়ে এবং আওয়ামী লীগের দোসরদের দিয়ে যে নতুন কমিটি করা হয়েছে সেই কমিটিকে আমরা মানবো না।
৫ আগস্ট এর আগে ওই শিশু নেতার কী ভূমিকা ছিলো।কথায় কথায় তারেক রহমানের দোহাই দিয়ে বলেন আমি শিবচরের বিএনপিকে নতুনভাবে গড়ে তুলবো।
অন্যান্য বক্তারা বলেন, দলীয় কমিটি গঠনে ত্যাগী ও মাঠের কর্মীদের যথাযথ মূল্যায়ন না করলে তৃণমূলের মধ্যে তীব্র ক্ষোভ বাড়বে এবং তা ভবিষ্যৎ রাজনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।আমরা ত্যাগ স্বীকার করেছি,এখনও করছি এবং ভবিষ্যতেও করবো। শুধু চাই ত্যাগের স্বীকৃতি,আর ন্যায়ের মূল্যায়ন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শিবচর উপজেলা বিএনপি'র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইয়াজ্জেম হোসেন রোমান,শিবচর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং পৌর বিএনপি'র সাবেক সভাপতি শাহাদাত হোসেন শফিক, পৌর বিএনপি'র সাবেক সাধারন সম্পাদক ইমতিয়ার চৌধুরী,শিবচর উপজেলা যুবদলের সভাপতি মোঃ বাকাউল করিম খান,শিবচর পৌর বিএনপি'র সাবেক যুগ্ম-আহবায়ক আলমগীর হোসেন আলম,শিবচর উপজেলা বিএনপি'র নেতা মামুন গোমস্তা,বাবলু গোমস্তা,সবুজ হাওলাদার,শওকত হোসেনসহ সহযোগী সংগঠন ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আহসান হাবীব







