• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক    ১৮ অক্টোবর ২০২৫, ০৯:৩০ এ.এম.
বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি : সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দুইদিন চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে তাকে বহনকারী গাড়িবহর কড়া নিরাপত্তার মধ্যদিয়ে গুলশানের বাসবভনে পৌঁছে।  

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বেগম খালেদা জিয়া রাত সাড়ে ১১টায় ফিরোজায় পৌঁছেছেন।

এ সময় তার সঙ্গে ছিলেন ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এর আগে গত বুধবার গভীর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, হাসপাতালে ভর্তির পর সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। মেডিকেল বোর্ডের পরামর্শে হাসপাতালে বেগম জিয়ার পরীক্ষা-নিরীক্ষা পর্যালোচনা করে তাকে বাসায় নেওয়ার সিদ্ধান্ত হয়।

এদিকে শুক্রবার বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

তিনি বলেন, এখন ম্যাডামের অবস্থা সার্বিকভাবে স্থিতিশীল। যে অবস্থায় উনি হাসপাতালে গিয়েছিলেন, তার চেয়ে অনেকটা স্থিতিশীল অবস্থায় আছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণভোট ঠেকানোর ক্ষমতা বিএনপির নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী
গণভোট ঠেকানোর ক্ষমতা বিএনপির নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাড়িতে তল্লাশি, আটক ৭
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাড়িতে তল্লাশি, আটক ৭
জামায়াত নেতার বেফাঁস মন্তব্যে নেটিজেনদের ক্ষোভ
জামায়াত নেতার বেফাঁস মন্তব্যে নেটিজেনদের ক্ষোভ