ফেনীতে তাঁতীদলের কর্মী সম্মেলন স্কুল মাঠে অনুষ্ঠিত

ফেনীর মোহাম্মদ আলী বাজার স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে তাঁতীদলের কর্মী সম্মেলন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবীব উল্লাহ মানিক।
প্রধান বক্তা ছিলেন জেলা তাঁতীদলের আহ্বায়ক সরোয়ার জাহান শ্রাবণ এবং বিশেষ অতিথি ছিলেন জেলা তাঁতীদলের সদস্য সচিব মো. ইয়াছিন বাবু।
প্রধান অতিথি গাজী হাবীব উল্লাহ মানিক বলেন, গত ১৭ বছর আমরা ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছি। এবার যদি ভোট বানচাল হয়, দেশের মানুষ আর চুপ করে বসে থাকবে না। শেখ হাসিনা পালিয়েছে ভোটের অধিকার হরণ করার কারণে। এখন টাকাওয়ালা কিছু লোক রাজনীতিতে প্রাধান্য পাচ্ছে, কিন্তু আমরা জনগণের রাজনীতি করি।
প্রধান বক্তা সরোয়ার জাহান শ্রাবণ বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে আমাদের নেতাকর্মীরা নির্যাতনের শিকার। বিএনপি ক্ষমতায় এলে এসব নির্যাতনের বিচার করা হবে।
পাড়া মহল্লায় আমাদের মা-বোনদের উদ্বুদ্ধ করে কীভাবে ধানের শীষ মার্কায় জয় যুক্ত করা যায় সে বিষয়ে আপনারা কাজ করবেন।
বিশেষ অতিথি ইয়াছিন বাবু বলেন, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান- এই পাঁচটি মৌলিক অধিকারের একটি হলো বস্ত্র, যা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রয়োজন। আর এই বস্ত্র নিয়েই তাঁতীদলের জন্ম।
এছাড়া ও ইউনিয়ন বিএনপির সদস্য ইমাম হোসেন ইমন বলেন, “বিগত বছরে হামলা-মামলার শিকার হয়েছি, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এখন কিছু হাইব্রিড নেতা নিজেদের ত্যাগী দাবি করছে। সময় এসেছে এসব আগাছা উপড়ে ফেলার।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- শর্শদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট নুরুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন ফেনী সদর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক আনোয়ার হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন- জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক এডভোকেট ইমাম উদ্দিন, শর্শদী ইউনিয়নের তাঁতীদল নেতা মাসুম বিল্লাহ, সদর উপজেলা তাঁতীদলের সদস্য সচিব নাছির উদ্দিন রোমনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নতুন কমিটির অনুমোদন দেন।
ভিওডি বাংলা-জহির আদনান/জা







