পাকিস্তানের হামলায় ৩ ক্রিকেটারের মৃত্যুতে রশিদ-নবীদের ক্ষোভ

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের তিনজন স্থানীয় ক্রিকেটারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) পাকতিকা প্রদেশে এই হামলা চালায় পাকিস্তান। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে।
এই ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন আফগান তারকা ক্রিকেটার রশিদ খান। শনিবার (১৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি লেখেন, “পাকিস্তানের বিমান হামলায় নিরীহ নারী, শিশু এবং আমাদের ভবিষ্যৎ ক্রিকেটারদের প্রাণ হারানো গভীর বেদনার বিষয়। যারা একদিন আন্তর্জাতিক মঞ্চে দেশের পতাকা উড়ানোর স্বপ্ন দেখেছিল, তাদের এমন পরিণতি মেনে নেওয়া অসম্ভব।”
রশিদ আরও লেখেন, “বেসামরিক অবকাঠামোর ওপর এই ধরনের হামলা চরম অনৈতিক ও নৃশংস। এটি মানবাধিকারের ভয়াবহ লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচারের পরিপন্থি। এমন জঘন্য কর্মকাণ্ড কোনোভাবেই নজরদারির বাইরে থাকা উচিত নয়।”
এই ঘটনায় এসিবি আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। পাকিস্তানের বিপক্ষে না খেলার এ সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে রশিদ বলেন, “এটি আমাদের জাতীয় মর্যাদা ও জনগণের অনুভূতির প্রতি সম্মান প্রদর্শনের একটি শক্ত বার্তা। এই দুঃসময়ে আমি আমাদের জনগণের পাশে আছি। জাতীয় সম্মান ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কোনো আপস করব না।”
ভিওডি বাংলা/জা







