দুপুরে শিক্ষকদের কালো পতাকা মিছিল

মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ও ভাতাসহ তিন দফা দাবিতে সপ্তম দিনের মতো রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১২টায় আন্দোলনের অংশ হিসেবে তারা কালো পতাকা মিছিল করবেন বলে জানিয়েছেন শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতারা। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত শহীদ মিনার না ছাড়ার ঘোষণা দিয়েছেন শিক্ষক-কর্মচারীরা।
জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “গত ১০ অক্টোবর রাত থেকে শুরু হওয়া এই অবস্থান কর্মসূচি এখন অনশনে রূপ নিয়েছে। প্রাথমিক শিক্ষকদের চার লাখ সদস্য আমাদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। আমরা ন্যায্য দাবি আদায় না করে শহীদ মিনার ছাড়ব না।”
তিনি আরও বলেন, “রাষ্ট্রের অবহেলার প্রতিবাদে আজ কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হবে। যারা আমাদের ন্যায্য অধিকারের বিপক্ষে অবস্থান নিয়েছেন, তাদের বর্জনের সময় এসেছে। বিদ্যালয়ের ঘণ্টা বাজবে না, কোথাও ক্লাস হবে না-শহীদ মিনারই হবে আমাদের ঠিকানা।”
শিক্ষক নেতারা জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে ২০ শতাংশ বাড়িভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা বাড়ানোর প্রজ্ঞাপন না পাওয়া পর্যন্ত আন্দোলন আরও জোরদার করা হবে।
ভিওডি বাংলা/জা





