• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গৃহহীন নওমুসলিম পরিবারের পাশে কর্নেল আজাদ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ১৮ অক্টোবর ২০২৫, ১২:৫১ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

টাঙ্গাইলের মধুপুরে এক গৃহহীন নওমুসলিম পরিবারের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লে. কর্নেল আসাদুল ইসলাম আজাদ। 

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার অরণখোলা ইউনিয়নের আমলীতলা এলাকায় নব মুসলিম সুমন নামে এক যুবককে বসবাসের উপযোগী একটি ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নেন তিনি।

এলাকাবাসী থেকে জানা যায়, সুমন দীর্ঘদিন যাবৎ ইসলাম ধর্ম গ্রহণের পর নানা সামাজিক প্রতিবন্ধকতা ও আর্থিক সংকটে পড়ে গৃহহীন অবস্থায় ছিলেন। বিষয়টি জানতে পেরে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ তাৎক্ষণিকভাবে তার জন্য একটি ঘর নির্মাণের ব্যবস্থা করেন।

শুক্রবার দুপুরে ঘর নির্মাণ কাজের উদ্বোধনকালে কর্নেল (অব.) আজাদ বলেন, “মানুষ মানুষের জন্য-এটা শুধু একটি স্লোগান নয়, এটি মানবতার মূল শিক্ষা। একজন মানুষ যাতে মাথা গোঁজার ঠাঁই পায়, সেটাই আমার ছোট প্রয়াস- পাশে থাকি, পাশে রাখি।

তিনি আরও বলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশের মানুষের আস্থা অর্জনের মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। আর এ জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তারই নির্দেশনা মোতাবেক সকল নেতা কর্মীকে কাজ করার আহবানও জানান তিনি। 

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অরণখোলা ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে কর্নেল আজাদের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

নওমুসলিম সুমন বলেন, “আমি কোনোদিন ভাবিনি নিজের একটা ঘর হবে। আল্লাহ কর্নেল আজাদ ভাইয়ের মতো একজন মানুষকে আমার জীবনে পাঠিয়েছেন। আমি তার জন্য দোয়া করি।”

এ উদ্যোগে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, রাজনীতির পাশাপাশি কর্নেল আজাদের এ ধরনের মানবিক কর্মকাণ্ড সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করছে।

ভিওডি বাংলা-মো. লিটন সরকার/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিকাদান লক্ষ্য অর্জনে জনসচেতনতা বাড়াতে হবে: বিভাগীয় কমিশনার
টিকাদান লক্ষ্য অর্জনে জনসচেতনতা বাড়াতে হবে: বিভাগীয় কমিশনার
কামারখন্দে রোহিঙ্গাকে নাগরিক সনদ দেওয়ায় চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত
কামারখন্দে রোহিঙ্গাকে নাগরিক সনদ দেওয়ায় চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত
ভূমিদস্যুর দ্রুত বিচার দাবি
ভূমিদস্যুর দ্রুত বিচার দাবি