• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

র‍্যাংকিংয়ে সুখবর আর্জেন্টিনার, দুঃসংবাদ ব্রাজিলের জন্য

স্পোর্টস ডেস্ক    ১৮ অক্টোবর ২০২৫, ০১:৫২ পি.এম.
আর্জেন্টিনা-ব্রাজিল ফুটবল ভক্ত। সংগৃহীত ছবি

মাঠের খেলায় যেমন দারুণ সময় পার করছে আর্জেন্টিনা, তেমনি মাঠের বাইরেও মিলছে সাফল্যের খবর। ফিফার সদ্য প্রকাশিত র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে গেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। বিপরীতে, দুর্দিন কাটছে ব্রাজিলের। মূল দলের পাশাপাশি যুব দলও খুঁজে পাচ্ছে না ছন্দ, ফলে র‍্যাংকিংয়েও নেমে গেছে সেলেসাওরা।

নতুন র‍্যাংকিংয়ে আর্জেন্টিনা উঠে এসেছে দ্বিতীয় স্থানে। এক ধাপ এগিয়ে তাদের পয়েন্ট বেড়েছে ২.১১, যা এখন দাঁড়িয়েছে ১৮৭২.৪৩। আগে তাদের পয়েন্ট ছিল ১৮৭০.৩২। সাম্প্রতিক প্রীতি ম্যাচে ভেনেজুয়েলাকে ১-০ এবং পুয়ের্তো রিকোকে ৬-০ গোলে হারানো এই অগ্রগতিতে ভূমিকা রেখেছে।

অন্যদিকে, দুর্বল পারফরম্যান্সের কারণে ব্রাজিলের অবনতি হয়েছে র‍্যাংকিংয়ে। ২.৭৫ পয়েন্ট হারিয়ে তারা ৬ থেকে নেমে গেছে ৭ নম্বরে। প্রীতি ম্যাচে জাপানের বিপক্ষে জয়হীন থাকা এবং বিশ্বকাপ বাছাইয়ে দুর্বল পারফরম্যান্স এই পতনের পেছনে বড় কারণ।

এদিকে সুখবর পেয়েছে বাংলাদেশও। এক ধাপ এগিয়ে এখন তারা ১৮৩ নম্বরে। যদিও অবস্থান উন্নত হলেও পয়েন্ট কমেছে ৫.১৮। এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে ৪-৩ গোলে হারের পর ১-১ ড্র করেছিল তপু-জামালরা।

ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে অপরিবর্তিত রয়েছে স্পেন। তবে এক ধাপ পিছিয়েছে ফ্রান্স, যারা নেমে গেছে তৃতীয় স্থানে। আগের অবস্থান ধরে রেখেছে ইংল্যান্ড (৪) এবং পর্তুগাল (৫)। এক ধাপ এগিয়ে নেদারল্যান্ডস উঠে এসেছে ৬ নম্বরে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া
ভারতকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া
হ্যাটট্রিকের দিনে ইতিহাস ছুঁলেন মেসি
হ্যাটট্রিকের দিনে ইতিহাস ছুঁলেন মেসি
নতুন টি-টোয়েন্টি লিগে নতুন ভূমিকায় তামিম
নতুন টি-টোয়েন্টি লিগে নতুন ভূমিকায় তামিম