• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘রক্ত দিতে এগিয়ে থাকি, ক্ষমতায় গেলে হারিয়ে যাই’ : হাসনাত

ভিওডি বাংলা ডেস্ক    ১৮ অক্টোবর ২০২৫, ০২:০৭ পি.এম.
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “রক্ত দেওয়ার সময় আমরা এগিয়ে থাকবো, কিন্তু ক্ষমতায় গেলে আমাদের কোথাও খুঁজে পাওয়া যাবে না।”

শনিবার (১৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

পোস্টের সঙ্গে হাসনাত দুটি ছবি শেয়ার করেন। একটি ছবিতে দেখা যায়, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে জুলাই আন্দোলনের অংশ নেওয়া নেতারা উপস্থিত ছিলেন। অন্য ছবিটি শুক্রবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত জুলাই সনদ সই অনুষ্ঠানের, যেখানে ওই নেতাদের কেউই উপস্থিত ছিলেন না।

হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট ।

নিজের পোস্টে তিনি লেখেন, “এই দেশ এখন পর্যন্ত একমাত্র দৃশ্যমান সংস্কার প্রত্যক্ষ করেছে, যা আপনি এই ছবিতে দেখছেন। রক্ত দেওয়ার সময় আমরা এগিয়ে থাকবো, কিন্তু ক্ষমতায় গেলে আমাদের কোথাও খুঁজে পাওয়া যাবে না। পুনরাবৃত্তি!”

উল্লেখ্য, শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ সই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে রাজনীতিবিদদের উপস্থিতিতে সনদে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ২৫টি রাজনৈতিক দল এই অনুষ্ঠানে অংশ নিলেও **জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)**সহ কয়েকটি দল এতে যোগ দেয়নি।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুত্র সন্তানের বাবা হলেন হাসনাত
পুত্র সন্তানের বাবা হলেন হাসনাত
এনসিপি শাপলা প্রতীক পাবে: হাসনাত
এনসিপি শাপলা প্রতীক পাবে: হাসনাত
সারজিসকে ঘুমের ওষুধ খাওয়ার পরামর্শ  দিলেন প্রিন্স মাহমুদ
সারজিসকে ঘুমের ওষুধ খাওয়ার পরামর্শ  দিলেন প্রিন্স মাহমুদ