ঢালাও দরপতনে বাজার মূলধন কমলো ১৮ হাজার কোটি টাকা


দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে (১২–১৬ অক্টোবর) লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে তিন দিনই বেশিরভাগ সিকিউরিটিজের দরপতন হয়েছে। এতে এক্সচেঞ্জটির সব সূচক ৩ থেকে ৪ শতাংশের বেশি কমেছে। একই সঙ্গে গড় লেনদেন কমেছে প্রায় ২১ শতাংশ। সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে প্রায় ১৮ হাজার কোটি টাকা।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইতে ৩৯৬টি সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৬টির, কমেছে ৩২৬টির এবং অপরিবর্তিত ছিল ১৪টির।
দরপতনের ফলে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১৬৪ পয়েন্ট বা ৩.১১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫,১১৯ পয়েন্টে, যা আগের সপ্তাহে ছিল ৫,২৮৪ পয়েন্ট।
বাছাই করা ৩০ কোম্পানির শেয়ার নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৬৫ পয়েন্ট বা ৩.২০ শতাংশ কমে ১,৯৬৮ পয়েন্টে নেমে এসেছে। আগের সপ্তাহে যা ছিল ২,০৩৩ পয়েন্ট।
আর ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ৪৮ পয়েন্ট বা ৪.২৩ শতাংশ কমে ১,০৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহে সূচকটি ছিল ১,১৩৪ পয়েন্টে।
আলোচিত সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয়েছে ৫২২ কোটি ২২ লাখ টাকা, যা আগের সপ্তাহে ছিল ৬৫৭ কোটি ১৩ লাখ টাকা। অর্থাৎ গড় লেনদেন কমেছে ১৩৫ কোটি ৮ লাখ টাকা বা ২০.৫৩ শতাংশ। পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ২,৬১১ কোটি ১২ লাখ টাকার, যেখানে আগের সপ্তাহে (তিন কার্যদিবস) ছিল ৩,২৮৫ কোটি ৬৪ লাখ টাকা।
গত বৃহস্পতিবার শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৯ হাজার ২৮৫ কোটি টাকা। আগের সপ্তাহে এই অঙ্ক ছিল ৭ লাখ ১৭ হাজার ১২৬ কোটি ৭৮ লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহে বাজার মূলধন কমেছে ১৭ হাজার ৮৪১ কোটি ৭৮ লাখ টাকা বা ২.৫৪ শতাংশ।
এদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই সময়ে সব সূচক কমেছে এবং অধিকাংশ সিকিউরিটিজের দরও কমেছে। তবে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৩.২০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪,৪৬৯ পয়েন্টে, আর সিএসসিএক্স সূচক ৩.১৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮,৮৯৮ পয়েন্টে।
সিএসইতে গত সপ্তাহে ৩০৩টি সিকিউরিটিজের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪১টির, কমেছে ২৪৪টির এবং অপরিবর্তিত ছিল ১৮টির। পাঁচ কার্যদিবসে এক্সচেঞ্জটিতে লেনদেন হয়েছে ৬৯ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট, যা আগের সপ্তাহে ছিল ৪২ কোটি টাকা।
ভিওডি বাংলা/জা