টপ নিউজ
শাহজালাল বিমানবন্দরের বিমান ওঠানামা সাময়িক স্থগিত
নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর ২০২৫, ০৪:০৯ পি.এম.

সংগৃহীত ছবি
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিমানবন্দরে সব ধরনের বিমান ওঠানামা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা কাওছার মাহমুদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এছাড়া ঘটনাস্থলের পথে রয়েছে আরও ১২টি ইউনিট।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ভিওডি বাংলা/ আরিফ







