জুলাই চেতনা ব্যবসায়ীদের জনগণ প্রত্যাখান করবে: রহমাতুল্লাহ

জুলাই চেতনাকে নিয়ে যারা ব্যবসা করতে চায় তাদেরকে জনগণ প্রত্যাখান করবে বলে মন্তব্য করেছেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
শনিবার (১৮ অক্টোবর) বরিশাল নগরীর সাধারণ শ্রমজীবীদের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ ও মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
এসময় আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুথান কারও একক প্রচেষ্টায় সফল হয়নি। এ দেশের সকল পর্যায়ের মানুষ দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে। দুঃখজনক হলেও সত্য কোন কোন মহল ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুথান নিজেদের একক সম্পত্তিতে পরিণত করার নানান অপচেষ্টায় লিপ্ত রয়েছে। জনগণ সেটা এখন বুঝতে পারছে।

বিএনপি'র এই নেতা বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে জুলাইয়ের চেতনাকে বিক্রি করে একটি মহল রাজনৈতিক ফায়দা হাসিলের ঘৃন্য চেস্টায় লিপ্ত রয়েছে।
তিনি বলেন, ইতিহাস প্রমান করে সাধারণ জনগণের গণঅভ্যুথান বা প্রচেষ্টাকে নিজেদের স্বার্থে যারাই ব্যবহার করতে চেয়েছে তাদেরকে জনগণ প্রত্যাখান করেছে। এবারও যারা জুলাইয়ের চেতনাকে বিক্রি করার চেষ্টা করছে তাদেরকে আগামী নির্বাচনে জনগণ প্রত্যাখান করবে।
রহমাতুল্লাহ বলেন, জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানকে যারা বানচাল করতে চেয়েছিল তারা দেশ ও গণতন্ত্রের শত্রু। ঐ অনুষ্ঠানের বানচালে চেষ্টার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা জড়িত তাদেরকে খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আহবান জানান তিনি।
তিনি আরও বলেন, ৩১ দফাকে মানুষ এখন রাষ্ট্র উন্নয়নের একমাত্র বিকল্প হিসেবে ভাবতে শুরু করেছে৷ ৩১ দফার আলোকে বাংলাদেশকে আধুনিক ও সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করা সম্ভব।
অনুষ্ঠিত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, বরিশাল সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক একেএম আব্দুস সালাম রাঢ়ী, মহানগর বিএনপির সদস্য জাহিদুর রহমান রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন টিটু, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মিলন চৌধুরী, সদর উপজেলা মহিলা দল সভানেত্রী হোসনে আরা রেখা, নগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুল ইসলাম উজ্জ্বল প্রমুখ।
ভিওডি বাংলা/ আরিফ






