• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রথমবারের মতো একই ‘মঞ্চে’ তারেক রহমান ও জুবাইদা রহমান

বগুড়া প্রতিনিধি:    ১৮ অক্টোবর ২০২৫, ০৯:০৬ পি.এম.
ভার্চুয়ালি যুক্ত হয়েছেন তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান। ছবি: ভিওডি বাংলা

প্রথমবারের মতো একই সাথে ভার্চুয়ালি যুক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ও সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

শনিবার (১৮ অক্টোবর) বিকালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলার গাবতলী উপজেলায় বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে “দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পে” ভার্চুয়ালি তারা যুক্ত হন।

চিকিৎসা ক্যাম্পে প্রায় ৭ হাজার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।

উক্ত চিকিৎসা ক্যাম্প জিয়াউর রহমান ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ফরহাদ আলিম ডোনারের সভাপতিত্বে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা. জুবাইদা রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, আগামী নির্বাচনে বিএনপি যদি সরকার গঠন করতে পারে তাহলে দেশের সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে মেডিক্যাল কার্ড প্রদান করা হবে। সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক সংখ্যা বৃদ্ধি করা হবে। রোগীরা যাতে হাসপাতালের বারান্দায় শুয়ে থেকে চিকিৎসা না নিতে হয় সেজন্য সরকারি হাসপাতালগুলোতে শয্যা সংখ্যা বৃদ্ধি করা হবে।

প্রাইভেট ক্লিনিকগুলোর বিষয়ে তিনি বলেন, সরকারি খরচে সুচিকিৎসা গ্রহণের পরিকল্পনা নেয়া হয়েছে। চিকিৎসা টিম গঠনের মাধ্যমে গ্রামে গ্রামে সাধারণ জনগণের মাঝে সচেতনতা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে। বাংলাদেশ হবে রোগ বালাই প্রতিরোধের ও মৃত্যুঝুঁকি হার হ্রাস তালিকার একটি অন্যতম আধুনিক দেশ।

ডা. জুবাইদা রহমান বলেন, দীর্ঘ ২৬ বছর জিয়াউর রহমান ফাউন্ডেশন বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে। এ ছাড়াও বিভিন্ন পশু চিকিৎসা ও কৃষি চিকিৎসাসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে যাচ্ছে জিয়াউর রহমান ফাউন্ডেশন । ভবিষ্যতে এই সকল মানবিক কার্যক্রম বৃদ্ধি করা হবে।

আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেন, এবারই প্রথম তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান একই মঞ্চে জনসম্মুখে বক্তব্য রাখলেন তার নিজ গ্রামের পৈতিক ভিটায় বাগবাড়ীতে। 

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ আহমেদ পাভেল, মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, বগুড়া ড্যাবের সাবেক সভাপতি ডা. মো. শাজাহান আলী, গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন প্রমুখ।

ভিওডি বাংলা/ শাহনেওয়াজ শাওন/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আওয়ামী লীগ একটা মরা হাতি: হাসনাত আবদুল্লাহ
আওয়ামী লীগ একটা মরা হাতি: হাসনাত আবদুল্লাহ
ভারতের নির্দেশে আ’লীগ ফ্যাসিবাদের প্রস্তুতি নিয়েছিল: রাশেদ প্রধান
ভারতের নির্দেশে আ’লীগ ফ্যাসিবাদের প্রস্তুতি নিয়েছিল: রাশেদ প্রধান
জাতীয় ঐকমত্য কমিশন অনৈক্য সৃষ্টি করেছে—সালাহউদ্দিন
জাতীয় ঐকমত্য কমিশন অনৈক্য সৃষ্টি করেছে—সালাহউদ্দিন