• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এমপিওভুক্ত শিক্ষকদের ‘ভুখা মিছিল’ আজ

নিজস্ব প্রতিবেদক    ১৯ অক্টোবর ২০২৫, ০৯:৩৭ এ.এম.
ছবি: সংগৃহীত

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি আজ পঞ্চম দিনে গড়িয়েছে। বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে গত সপ্তাহ থেকে তারা আন্দোলন শুরু করেন। এর অংশ হিসেবে আজ রোববার (১৯ অক্টোবর)  দাবি আদায়ের লক্ষ্যে থালা-বাটি হাতে ‘ভূখা মিছিল’ নিয়ে শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা করবেন শিক্ষকরা।

শনিবার (১৮ অক্টোবর) রাতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এই কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, “আমরা জাতির ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলছি, অথচ নিজেদের জীবনে নেই নিরাপত্তা ও মর্যাদা। বছরের পর বছর প্রতিশ্রুতি শুনেছি, বাস্তবে কিছুই হয়নি। খালি থালা হাতে রাস্তায় নামা এখন আমাদের বাধ্যবাধকতা।”

আজিজী আরও বলেন, এই দাবিগুলো শুধু শিক্ষকদের ব্যক্তিগত স্বার্থ নয়; এটি দেশের শিক্ষার মান ও সমতা রক্ষার সঙ্গে জড়িত। সরকার চাইলে আজই এই সংকটের সমাধান সম্ভব।

এর আগে গত রোববার (১২ অক্টোবর) প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এরপর সোমবার (১৩ অক্টোবর) থেকে সারা দেশে পাঠদান বন্ধ রেখে কর্মবিরতি শুরু করেন শিক্ষকরা।

যদিও সরকার ৫ শতাংশ বাড়িভাড়া ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে, শিক্ষকরা তা প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি- ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা না পাওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

এ আন্দোলন এখন রাজধানীর বাইরে জেলাজুড়ে ছড়িয়ে পড়েছে। বিদ্যালয়ে উপস্থিত থেকেও শিক্ষকরা শ্রেণিকক্ষে যাচ্ছেন না; তারা বিদ্যালয়ের আঙিনা ও শিক্ষক লাউঞ্জে অবস্থান কর্মসূচি পালন করছেন। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় শতাধিক শিক্ষক রাত কাটাচ্ছেন ব্যানার ও চটের ওপর।

এর আগে বুধবার (১৬ অক্টোবর) শাহবাগ মোড়ে তিন ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষকরা। সেদিনই ‘মার্চ টু যমুনা’ কর্মসূচিরও ঘোষণা আসে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের হুঁশিয়ারি
৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের হুঁশিয়ারি
রোববার থেকে পরীক্ষা শুরু, স্থগিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি
রোববার থেকে পরীক্ষা শুরু, স্থগিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি
ঢাকা কলেজ শিক্ষার্থীদের প্রতিবাদে মেঘলার ১২ বাস আটক
ঢাকা কলেজ শিক্ষার্থীদের প্রতিবাদে মেঘলার ১২ বাস আটক