জিয়াউর রহমান স্মৃতি সংঘ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


টাঙ্গাইলের মধুপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি সংঘ মিনি ফুটবল টুর্নামেন্ট”-এর ফাইনাল খেলা।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের চাকন্দ লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চাকন্দ লক্ষীপুর তরুণ সংঘের আয়োজনে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মোহাম্মদ আলী।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী বলেন, “শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে নিয়মিত এমন আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি মানুষকে শৃঙ্খলাবদ্ধ ও সমাজ সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আজহারুল ইসলাম মুক্তার এবং সঞ্চালনা করেন গোলাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান লিটন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন বাবলু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সরকার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান, এবং পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মিনজুর রহমান নান্নু প্রমুখ।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় গোপালপুর বেতবাড়ী ঐক্য সংঘ একাদশ ও লক্ষীপুর যুবসংঘ একাদশ। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হওয়ায় ম্যাচের সিদ্ধান্ত গড়ায় টাইব্রেকারে। এতে ০-২ গোলে জয়লাভ করে বেতবাড়ী ঐক্য সংঘ একাদশ। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
পরে সন্ধ্যায় প্রধান অতিথি অ্যাডভোকেট মোহাম্মদ আলী গোলাবাড়ী ইউনিয়নের মির্জাবাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন।
সেখানে তিনি বলেন, “মধুপুর-ধনবাড়ীর মানুষের উন্নয়নই আমার রাজনীতির মূল লক্ষ্য। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি মাঠে রয়েছে, জনগণের সঙ্গে থেকেই আমরা এ লড়াই চালিয়ে যাব।”
খেলা দেখতে স্থানীয় এলাকার হাজারো দর্শক মাঠে ভিড় জমায়। পুরো মাঠে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং খেলাকে ঘিরে এলাকায় সৃষ্টি হয় প্রাণচাঞ্চল্যের আবহ।
ভিওডি বাংলা/ এমএইচ