বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল


মাদারীপুর জেলার শিবচর উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মাদারীপুর জেলা বিএনপি'র যুগ্ন-আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলুর নিজ বাড়ি শিবচরের বাহাদুরপুরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে মাদারীপুর জেলা বিএনপি'র সিনিয়র যুগ্ন-আহবায়ক ও ২০১৮ সালের নির্বাচনে মাদারীপুর -১(শিবচর) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলুর দিক নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলের এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।এ সময় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।এ সময় তার পক্ষে সার্বিক পরিচালনা করেন তার ভাই শাহাদাত হোসেন নাসরু সিদ্দিকী।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের অনুষ্ঠানে বক্তারা বলেন-বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় যার অবদান অনস্বীকার্য তিনি হলেন আপোষহীন নেত্রী,গনতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া।তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার জন্য লড়াই করে জেল জুলুম,নির্যাতনের শিকার হয়েছেন।তিনি মিথ্যার সাথে আপোষ করেননি।বেগম খালেদা জিয়া অসুস্থ,সকলে তার জন্য প্রান খুলে দোয়া করবেন।আমরা দোয়া করি তিনি যেন সুস্থ হয়ে আবারো বাংলাদেশের নেতৃত্ব দিতে পারেন।আগামীর নতুন বাংলাদেশ গঠনে আমরা তার নেতৃত্বের আশায় থাকবো।সৃষ্টিকর্তার কাছে প্রত্যাশা বেগম খালেদা জিয়াকে সুস্থতার সহিত যেন আমাদের মাঝে দ্রুত ফিরিয়ে দেন'।
দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপি'র আহবায়ক কমিটির যুগ্ন-আহবায়ক শহিদুল ইসলাম দিপু,অন্যতম সদস্য আজমল হুদা চৌধুরী ইথু,পৌরসভার বিএনপি'র সিনিয়র যুগ্ন-আহবায়ক হেমায়েত হোসেন খান,শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান খান মিলন,সদস্য সচিব মনজিল রহমান সিহাব,শিবচর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাবেক সভাপতি শাওন চৌধুরী,শিবচর উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আঃ সাত্তার উকিল,শিবচর উপজেলা তাঁতীদলের সাবেক আহ্বায়ক ফারুক হোসেন মাদবর,উপজেলা যুবদল নেতা লিজন চৌধুরী,ওসমান বেপারী,মিজান শিকদার,শিবচর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুর রহমান,শিবচর উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ নাসির হাওলাদার,মোঃ সুমন ফকির,জেলা ওলামা দলের সদস্য শাহ-আলম চৌকিদারসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন স্তরের বিএনপি'র নেতৃবৃন্দ।
ভিওডি বাংলা/ এমএইচ