নলছিটিতে যুবদলের উদ্যোগে সড়ক পরিচ্ছন্নতা অভিযান


ঝালকাঠিতে যুবদলের উদ্যোগে সড়কের দুপাশের জঙ্গল পরিস্কার করা হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) নলছিটি উপজেলার পৌর যুবদলের উদ্যোগে নলছিটি দপদপিয়া সড়কের বিভিন্ন জায়গায় সড়কের পাশে পরিস্কার পরিছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এসময় তারা বলেন, আগামী ২৭ শে অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নলছিটি পৌর যুবদলের পক্ষ থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান করা হয়েছে এবং এই পরিছন্নতা অভিযান চলমান থাকবে।
স্থানীয় চালক ও পথচারীরা যুবদলের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। জনবহুল আঞ্চলিক মহাসড়কের দুই পাশে ঝোপঝাড় বেড়ে যাওয়ায় বাঁক নিতে গেলে সামনে কিছুই দেখা যেত না, ফলে প্রায়ই ঘটত দুর্ঘটনা।
নলছিটি পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বশির তালুকদার, যুগ্ম আহ্বায়ক সোহাগ মুন্সি,যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম রাজীব, যুবদল নেতা আসিফ তালুকদার, রাসেল হাওলাদার, কামরুল তালুকদার, ইব্রাহিম হাওলাদার, শামীম মল্লিক, জলিল মল্লিক, ফোরকান গাজী, সৈকত হোসেন, শাকিল, রুবেল, শিপন,পৌর ও ওয়ার্ড যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/ এমএইচ