• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুষ্টিয়ায় নিজ ঘরে ভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

কুষ্টিয়া প্রতিনিধি    ১৯ অক্টোবর ২০২৫, ০৩:৩০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুষ্টিয়া সদর উপ‌জেলায় নিজের বসতঘরের বারান্দায় মোশারফ হোসেন মুসা (৫৫) নামে এক ব্যক্তিকে কু‌পি‌য়ে হত্যা ক‌রে‌ছে দুর্বৃত্তরা। উপ‌জেলার হরিনারায়ণপুর ইউনিয়নের শান্তিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে‌ছে।

রোববার (১৯ অ‌ক্টোবর) সকা‌লে ঘটনাস্থল থে‌কে পু‌লিশ লাশ‌ উদ্ধার ক‌রে কুষ্টিয়া জেনা‌রেল হাসপাতা‌লের ম‌র্গে পা‌ঠি‌য়ে‌ছে। নিহত মোশারফ হোসেন মুসা একই এলাকার মৃত আকবর মন্ডলের ছেলে।তি‌নি পেশায় ভ্যানচালক ছি‌লেন। পু‌লিশ বল‌ছে,শ‌নিবার দিবাগত রা‌তের কোন এক সময় দুর্বৃত্তরা এই হত্যাকান্ড ঘ‌টি‌য়ে‌ছে। ‌নিহত ব্যক্তির বুকে ধারালো অস্ত্র দি‌য়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে,মুসা তার বসতঘ‌রের বারান্দায় ঘুমা‌তো।

প্রতিদিনের ম‌তো গতকাল শ‌নিবার রা‌তেও সে ঘুমি‌য়ে প‌ড়ে। ভোর রা‌তে প‌রিবা‌রের লোকজন বাইরে বে‌র হ‌য়ে মুসার রক্তাক্ত লাশ দেখ‌তে পায়।ভ্যান চুরি করতে এসে মুসা‌কে হত্যা করা হ‌য়ে থাক‌তে পা‌রে স্থানীয়রা এমন ধারনা কর‌লেও প‌রিবা‌রের দা‌বি পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে হত্যা করা হ‌য়ে‌ছে। ‌নিহতের মে‌য়ে শিখা ব‌লেন,ভ্যান চুরির জন্য আমার বাবাকে কখনো এমন নির্মমভাবে হত্যা করতে পারে না।

পূর্ব শত্রুতার জের ধরে তা‌কে হত্যা করা হয়েছে। তিনি এই হত্যার সা‌থে জ‌ড়িত‌তের স‌র্বোচ্চ শা‌স্তির দা‌বি জানান।এ বিষয়ে জান‌তে চাইলে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও‌সি) মেহেদি হাসান বলেন,‌নিহত ব্যক্তির বু‌কে হাসুয়া জাতীয় ধারা‌লো কিছু দি‌য়ে আঘাত করা হ‌য়ে‌ছে। শুধু ভ্যান চু‌রির জন্য এমন নির্মম হত্যাকান্ড নয়। তাহ‌লে অপরাধীরা ভ্যানও স‌ঙ্গে ক‌রে নি‌য়ে যেত। বিষয়‌টি নি‌য়ে পু‌লিশ কাজ কর‌ছে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা হ‌বে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: ডা.জাহিদ হোসেন
গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: ডা.জাহিদ হোসেন
সন্ত্রাস দিয়ে জনসমর্থন ও জনভিত্তিকে দমন করা যাবে না: এ কে আজাদ
সন্ত্রাস দিয়ে জনসমর্থন ও জনভিত্তিকে দমন করা যাবে না: এ কে আজাদ
জোবায়েদ হত্যার প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ
জোবায়েদ হত্যার প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ