৭ দফা দাবিতে রাজবাড়ীতে সওজের কর্মচারীদের মানববন্ধন


বেতন বৈষম্য নিরসন, চাকরির স্থায়ীকরণসহ সাত দফা দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মাস্টাররোলভুক্ত কর্মচারীরা।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে রাজবাড়ী সড়ক ও জনপথ কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল রাজবাড়ী জেলা শাখার সভাপতি আব্দুল গফুর মণ্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মো. শাহ আলম, রাজবাড়ী সওজ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মনজুরুল হক চৌধুরী এবং সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন।
কেন্দ্রীয় নির্বাহী সংসদের ঘোষিত সাত দফা দাবির মধ্যে রয়েছে, মাস্টাররোল কর্মচারীদের স্থায়ী করণ, বকেয়া বেতন ও ভাতা পরিশোধ, ২৭ মামলার নীতিমালা দ্রুত চূড়ান্ত করা, নীতিমালায় অতিরিক্ত সাতটি মামলা অন্তর্ভুক্ত করা, চাকরির নিরাপত্তা নিশ্চিত করা, পদোন্নতির সুযোগ সৃষ্টি করা এবং অবসরকালীন সুবিধা প্রদান।
মানববন্ধনে বক্তারা বলেন, “সড়ক ও জনপথ বিভাগের মাস্টাররোল শ্রমিকরা দীর্ঘদিন ধরে অবিচার ও বৈষম্যের শিকার হচ্ছেন। অনেকেই ২০-২৫ বছর ধরে একই পদে কাজ করলেও এখনো চাকরির নিশ্চয়তা ও নিয়মিত বেতন পান না।"
তাঁরা আরও বলেন, “আমরা বছরের পর বছর রাস্তা সংস্কার, কালভার্ট নির্মাণ ও সরকারি প্রকল্পের কাজ করছি। অথচ এখনো স্থায়ী নিয়োগ দেওয়া হয়নি। পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছি। সরকারের প্রতি আহ্বান অবিলম্বে মাস্টাররোল কর্মচারীদের ন্যায্য দাবি মেনে নেওয়া হোক।”
মানববন্ধন শেষে কর্মচারীরা বিক্ষোভ মিছিল বের করে রাজবাড়ী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
ভিওডি বাংলা/ এমএইচ