যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ গাজায় বিমান হামলা ইসরায়েলের


যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
রোববার (১৯ অক্টোবর) গাজার রাফাহ শহরের ইসরায়েল-নিয়ন্ত্রিত এলাকায় অন্তত দু’বার এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
ইসরায়েলের এক সামরিক কর্মকর্তা দাবি করেছেন, ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসই যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালিয়েছে। হামাস যোদ্ধারা ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে স্নাইপার গুলি ও রকেটচালিত গ্রেনেড নিক্ষেপ করেছে বলেও অভিযোগ করেছেন তিনি।
তিনি আরও জানান, ঘটনাগুলো ইয়েলো লাইনের পূর্ব দিকে ইসরায়েল-নিয়ন্ত্রিত এলাকায় ঘটেছে, যা যুদ্ধবিরতির ‘স্পষ্ট লঙ্ঘন’।
ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, রাফাহসহ দক্ষিণ গাজার বিভিন্ন স্থানে সেনা অভিযান ও বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের মধ্যে ফোনালাপ হয়েছে বলেও জানিয়েছে দেশটির টেলিভিশন চ্যানেল ১২।
ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম জানিয়েছে, হামাস যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের সংঘর্ষের পরই বিমান হামলা চালানো হয়।
কাতারভিত্তিক আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাফাহ এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ চলছে। পাশাপাশি একটি আইইডি বিস্ফোরণে ইসরায়েলি সেনারা আহত হয়েছেন।
গাজার যুদ্ধে ইসরায়েলি বাহিনীর সহযোগী একটি স্থানীয় গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে হামাসের অভিযানের জের ধরেই নতুন করে এই সংঘর্ষ শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামাস ওই গোষ্ঠীর সদস্যদের খুঁজে বের করতে এলাকা ঘিরে অভিযান চালাতে পারে বলে স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে। তবে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।
সূত্র: এএফপি, আল জাজিরা।
ভিওডি বাংলা/জা